ভুবনেশ্বর কুমারের `চোট রহস্য` উদ্ধারে আসরে বোর্ড সচিব
জাতীয় দলে ফিরে ফের কুঁচকিতে চোট পান ভুবনেশ্বর কুমার।
নিজস্ব প্রতিবেদন: টি-টোয়েন্টি সিরিজে খেললেও চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজ থেকে সরে দাঁড়ান টিম ইন্ডিয়ার পেসার ভুবনেশ্বর কুমার। এবার ভুবির 'চোট রহস্য' উদ্ধারে আসরে নামলেন খোদ বোর্ড সচিব জয় শাহ। ভারতীয় পেসারের সমস্ত মেডিক্যাল রিপোর্ট চেয়ে পাঠালেন তিনি।
আরও পড়ুন- বছরে জোড়া আইপিএলের ভাবনা সৌরভের বোর্ডের!
ঘনঘন চোট পাওয়াতেই ভুবনেশ্বর কুমারের মেডিক্যাল রিপোর্ট খতিয়ে দেখতে চাইল বোর্ড। বেঙ্গালুরুর এনসিএ-তে রিহ্যাবে থাকার সময় স্থানীয় এক স্পোর্টস ক্লিনিকে গিয়ে চোট পরীক্ষা করান ভুবনেশ্বর কুমার। রিহ্যাবে থাকার সময় ব্যথা নিয়েই মুস্তাক আলি টি-টোয়েন্টিতেও খেলতে যান ভুবি। জাতীয় দলে ফিরে ফের কুঁচকিতে চোট পান ভুবনেশ্বর কুমার।
আরও পড়ুন- IPL 2020 Auction: CAA-এর প্রতিবাদে রাজ্যজুড়ে বিক্ষোভের মাঝেই বৃহস্পতিবার কলকাতাতে নিলাম!
চোট পরীক্ষা করে জানা গিয়েছে, হার্নিয়া হয়েছে ভারতীয় পেসারের। হার্নিয়া সারাতে এখন অস্ত্রোপচার করতে হবে ভুবনেশ্বর কুমারকে। ফলে বাইশ গজে ফিরতে আরও কয়েকমাস অপেক্ষা করতে হবে ভুবিকে।