নিজস্ব প্রতিবেদন: প্রত্যাশামতোই বাতিল হয়ে গেল অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়া টি টোয়েন্টি বিশ্বকাপ। টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিল হওয়ার সঙ্গে সঙ্গেই আইপিএলের দরজা খুলে গেল। তবে করোনা ভাইরাসের কারণে চলতি বছরের মেগা টুর্নামেন্টে যে ভারতের বাইরে হতে চলেছে তা একপ্রকার নিশ্চিত করেই দিলেন আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল। ১৩ তম আইপিএল হবে সংযুক্ত আরব আমিরশাহিতে। তবে আরব দেশে IPL আয়োজনের জন্য মোদী সরকারের অনুমোদনের অপেক্ষায় BCCI।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


আইপিএল ভারতের পরিবর্তে সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজন করা হলে কেন্দ্রের কোনও সমস্যা আছে কিনা, এই বিষয়টিই মূলত জানতে চায় বিসিসিআই। কেন্দ্র সরকারের সবুজ সংকেত মিললেই আইপিএল নিয়ে চূড়ান্ত পরিকল্পনা করবে বিসিসিআই। সূত্রের খবর চলতি সপ্তাহের শেষেই বসতে পারে আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক। প্রাথমিকভাবে ঠিক হয়েছে ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে আইপিএল চলবে ৮ নভেম্বর পর্যন্ত। তবে আইপিএল কোনভাবেই ছোট ফরম্যাটে করা হচ্ছে না বলেও জানা গিয়েছে বোর্ড সূত্রে।



আরও পড়ুন - অসমের বন্যা কবলিত মানুষদের জন্য মন কেঁদে উঠেছে কেপি-র