নিজস্ব প্রতিবেদন: আগামী ২ জুন বিরাট কোহলি (Virat Kohli) অ্যান্ড কোং লন্ডন উড়ে যাবেন। আইসিসি-র অভিষেক বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ICC World Test Championship) ফাইনাল আছে ১৮-২২ জুন। তারপরেই পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ইংল্যান্ডের বিরুদ্ধে। কোয়ারেন্টিন পর্ব শুরু হয়ে গিয়েছে টিম ইন্ডিয়ার। মুম্বইয়ের হোটেলে বায়ো বাবলে রয়েছেন সকলে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সোমবার কোহলিদের জিম সেশনের ভিডিও শেয়ার করল বিসিসিআই (BCCI)। কোহলি ছাড়াও রবীন্দ্র জাদেজা, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, জসপ্রীত বুমরাহ ও ময়াঙ্ক আগরওয়ালদের দেখা গেল জিমে ঘাম ঝড়াতে। মূলত ট্রেডমিলই বেছে নিয়েছেন তাঁরা। স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ সোহম দেশাইয়ের তত্ত্বাবধানে বিরাটরা জিম সেশন করলেন। 



আরও পড়ুন: IPL 2021: টিকাকরণ হয়ে থাকেল মাঠে বসেই খেলা দেখতে পারবেন ফ্যানেরা


ইংল্যান্ড সিরিজে ভারতের দল: বিরাট কোহলি (Virat Kohli), অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) রোহিত শর্মা (Rohit Sharma), শুভমান গিল (Shubman Gill), ময়াঙ্ক আগরওয়াল (Mayank Agarwal), চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara), হনুমা  বিহারী (Hanuma Vihari), ঋষভ পন্থ (Rishabh Pant), আর অশ্বিন (R Ashwin), রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja), অক্ষর প্যাটেল (Axar Patel), ওয়াশিংটন সুন্দর (Washington Sundar), জসপ্রীত বুমরা (Jasprit Bumrah), ইশান্ত শর্মা (Ishant Sharma), মহম্মদ শামি (Mohammed Shami), মহম্মদ সিরাজ (Mohammed Siraj), শার্দূল ঠাকুর (Shardul Thakur) ও উমেশ যাদব (Umesh Yadav)।  লোকের রাহুল ও ঋদ্ধিমান সাহার দলে নাম রয়েছে। কিন্তু তাঁদের বিদেশ সফর নির্ভর করছে ফিটনেসের ওপর।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)