ধোনির পুরনো ছবি পোস্ট বিসিসিআই-এর; দেশের জার্সিতে এমএসডি-কে দেখার অপেক্ষায় ভক্তরা
এদিকে বিসিসিআই ধোনির এই ছবি পোস্ট করতেই মাহি ভক্তরা কিন্তু চনমনে হয়ে উঠেছেন ।
নিজস্ব প্রতিবেদন: দেশ জুড়ে করোনা আতঙ্ক গ্রাস করেছে। ভাইরাস ভীতি জাঁকিয়ে বসেছে সকলকে। এই পরিস্থিতিতে হঠাত্ করেই অনেকদিন পর মহেন্দ্র সিং ধোনির হাসি মুখের একটা ছবি পোস্ট করেছে বিসিসিআই। আর মহেন্দ্র সিং ধোনির এই হাসি মুখের ছবি দেখে ভক্তরা কিন্তু আবার জাতীয় দলের জার্সিতে তাঁদের প্রিয় মাহিকে দেখার অপেক্ষায় দিন গুনতে শুরু করে দিলেন।
BCCI ধোনির হাসি মুখের ছবি পোস্ট করে লিখেছে, স্মাইল ইজ দ্য ওয়ে টু বি...অর্থাত্ হাসির মধ্যে দিয়েই বাঁচার উপায়। মনে করা হচ্ছে করোনাভাইরাসের কারণে গোটা জনজীবন যখন স্তব্ধ, তখন আতঙ্কের মাঝে মনকে তরতাজা রাখতে হাসতে ভুলবেন না কেউ। ধোনি হাসি মুখের ছবি দিয়ে এই বার্তাই হয়তো দিতে চেয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।
এদিকে বিসিসিআই ধোনির এই ছবি পোস্ট করতেই মাহি ভক্তরা কিন্তু চনমনে হয়ে উঠেছেন । আইপিএল স্থগিত হয়ে গিয়েছে, ফলে এখনই বাইশ গজে মাহির প্রত্যাবর্তন হচ্ছে না। কিন্তু জাতীয় দলের জার্সিতে আবার কবে দেখা যাবে তাঁদের বিশ্বকাপজয়ী অধিনায়ককে সেই অপেক্ষায় রয়েছেন নেটিজেনরা।
আরও পড়ুন - করোনা মোকাবিলায় মাঠে নেমে পড়লেন মাস্টার ব্লাস্টার, হাত ধোয়ার সঠিক পদ্ধতিও বলে দিলেন