ওয়েব ডেস্ক: ভারতীয় ক্রিকেটের এবং ভারতীয় ক্রিকেটারদের সুবিধার জন্য অভিনব পরামর্শ দিলেন প্রাক্তন ক্রিকেটার কপিল দেব। আগামী কয়েক মাস ভারতকে অনেক ম্যাচ খেলতে হবে। এর ফলে যথেষ্ট পরিমাণ বিশ্রামই পাবেন না কোহলির টিম। এই বিষয়ে বিভিন্ন সময়ে অনেকেই পরামর্শ দিয়েছেন, ম্যাচ কমানোর। তবে, বিসিসিআইকে খানিকটা ব্যতিক্রমী পরামর্শ দিলেন প্রাক্তন অলরাউন্ডার। তাঁর মতে, এই সমস্যা মেটাতে বিসিসিআই নিজস্ব বিমান কিনুক!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন পিসিবি-র দেওয়া ফেয়ারওয়েল নিতে অস্বীকার করলেন প্রাক্তন অধিনায়ক ইউনিস খান


১৯৮৩-র বিশ্বকাপজয়ী ভারতীয় অধিনায়ক বলেছেন, 'এখন বিসিসিআইয়ের কাছে অনেক টাকা রয়েছে। নিজেদের জন্য বিমান কেনার যথেষ্ট সামর্থও রয়েছে। সেক্ষেত্রে বিসিসিআইয়ের নিজেদের বিমানে যাতায়াত করলে, ক্রিকেটারদের অনেক সময় বাঁচবে। পাশাপাশি, অনেক সুবিধাও হবে ক্রিকেটারদের। বিসিসিআই নিজেরা বিমান কিনলে, অনেক ক্রিকেটাররাও হয়তো নিজস্ব বিমান কেনার কথা ভাববে। আমেরিকায় দেখেছি, ওদের সেরা গল্ফাররা নিজস্ব বিমানেই যাতায়াত করে। তাহলে আমাদের দেশের ক্রিকেটারদেরও কেন ব্যক্তিগত বিমান থাকবে না!' এখন দেখার কপিল দেবের পরামর্শ বিসিসিআই মেনে নেয় কিনা! ফুটবল খেলাতেও আমরা এই ধরনের জীবনযাত্রা দেখতে অভ্যস্থ। বিশ্বের এনেক বিখ্যাত ফুটবলাররাই যাতায়াতের জন্য নিজস্ব বিমানই ব্যবহার করেন। কিন্তু ক্রিকেটারদের ক্ষেত্রে এরকমটা খুব একটা শোনা যায়। তাই কপিল দেবের পরামর্শ মেনে নিলে, ভদ্রলোকের খেলায় জীবনযাত্রার মানও বাড়বে অনেকটাই।


আরও পড়ুন  রবীন্দ্র জাদেজা এখন আর টেস্টে আইসিসি-র বিচারে সেরা বোলার নন