মহিলা দলের সিরিজ বাড়ানোর দাবি মেনে নিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড
ওয়েব ডেস্ক : অবশেষে মিথালি রাজ-ঝুলন গোস্বামীদের দাবি মেনে নিতে চলেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। মহিলা দলের সিরিজ বাড়ানোর দাবি মেনে ডাবল হেডার টি-টোয়েন্টি সিরিজের পরিকল্পনা নিল বিসিসিআই।
আরও পড়ুন- শিখর ধাওয়ানের অনুপস্থিতি অস্ট্রেলিয়ার পক্ষে ইতিবাচক, বললেন অ্যাগার
সামনের বছর জানুয়ারি মাসে দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন বিরাট কোহলিরা। বিরাটদের সঙ্গে ভারতীয় মহিলা দলকেও দক্ষিণ আফ্রিকা পাঠাতে চায় বিসিসিআই। শুধু তাই নয় টি-টোয়েন্টি সিরিজে ভারতের মহিলা ও পুরুষ দল একই দিনে,একই পিচে প্রোটিয়াসদের মুখোমুখি হতে পারে। এমনই ডাবল হেডার ম্যাচের পরিকল্পনাও নিচ্ছে বিসিসিআই। এব্যাপারে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের সঙ্গে কথাও হয়েছে। জানা গেছে এই দ্বিপাক্ষিক সিরিজে পুরুষ ও মহিলা দুদলেরই টি-টোয়েন্টি ম্যাচগুলি সরাসরি দেখানো হবে।