রাহুলের ভারতকে পুরস্কৃত করবে বিসিসিআই
৩ ফেব্রুয়ারি, শনিবার আফগানিস্তানকে হারিয়ে ফাইনালে ওঠা অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে পৃথ্বী শা`রা। ভারতীয় সময়ে সকাল ৬.৩০ টা থেকে স্টার স্পোর্টস-একে খেলা দেখা দেখা যাবে।
নিজস্ব প্রতিবেদন: টানা ৫ জয়। গ্রুপ শীর্ষে তো বটেই, কোয়ার্টার ফাইনাল এবং সেমিতে যুযুধান পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতীয় দল। এই অভাবনীয় পারফর্ম্যান্সের জন্য কোচ রাহুল দ্রাবিড় এবং গোটা ভারতীয় দলকে পুরস্কৃত করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। মঙ্গলবার বিসিসিআইয়ের পক্ষ থেকে সভাপতি সিকে খান্না জানান, "এমন অভাবনীয় পারফর্ম্যান্সের জন্য কোচ রাহুল দ্রাবিড় সহ গোটা দলকে আমরা পুরস্কৃত করব। রাহুলের নেতৃত্বেই আগামীর ভারত তৈরি হচ্ছে। রাহুলের অবদানের জন্যই আজ আমাদের অনূর্ধ্ব ১৯ ভারত এত শক্তিশালী হয়েছে।"
আরও পড়ুন- কপিল দেব একবারই জন্মায়: আজহার
সিকে খান্না আরও জানান, "বিসিসিআই প্রত্যেক ক্রিকেটারকে আর্থিক পুরস্কারে পুরস্কৃত করবে।" উল্লেখ্য, অনূর্দ্ধ ১৯ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে পৃথ্বী শা, শুভমান গিল, নাগরকোটি এবং ইশান্ত পোড়েলরা। নিউ জিল্যান্ডের মাটিতে এই অস্ট্রেলিয়াকে আগেই হারিয়েছে রাহুলের ভারত। এবার আর একটা জয়েই কেল্লাফতেহ হবে অনূর্ধ্ব ১৯ ভারতের। ৩ ফেব্রুয়ারি, শনিবার আফগানিস্তানকে হারিয়ে ফাইনালে ওঠা অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে পৃথ্বী শা'রা। ভারতীয় সময়ে সকাল ৬.৩০ টা থেকে স্টার স্পোর্টস-একে খেলা দেখা দেখা যাবে।
আরও পড়ুন- বাঙালি ইশানের দাপটে বিধ্বস্ত পাকিস্তান
খেলার আরও খবর জানতে দেখুন স্পোর্টস ২৪, রাত ১১টায়