নিজস্ব প্রতিবেদন: ভারতীয় ক্রিকেটের মসনদে আসার পর থেকে একের পর বড় পদক্ষেপ নিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। বিসিসিআই (BCCI) প্রেসিডেন্ট এবার অবসর নেওয়া ক্রিকেটারদের জন্য পেনশন চালু করার কথা ভাবছেন। এমনটাই জানিয়েছেন প্রাক্তন ক্রিকেটার অংশুমান গায়কোয়াড় (Anshuman Gaekwad)। যিনি এই মুহূর্তে যিনি বোর্ডের ইন্ডিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (Indian Cricketers Association) সদস্য। গত শুক্রবার বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে পেনশন প্রকল্পের কথা উঠেছে বলেই জানান তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পাঁচ থেকে আটের দশকের শুরুর দিকের ক্রিকেটারদের মধ্যে পেনশনের ইস্যুতে তর্ক হয়েছিল। যেখানে ক্রিকেটাররা নিজের রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করার জন্য খুব সামান্য অঙ্কের টাকা পেতেন। আইসিএ চাইছে যারা ২৫টির কম প্রথম শ্রেণির ম্যাচ খেলেছে তাদের পেনশন দিতে। ক্রিকেটারদের অবর্তমানে তাঁদের স্বামী বা স্ত্রীর জন্যও পেনশনের কথা ভাবা হচ্ছে নতুন প্রকল্পে। গায়কোয়াড় এক স্পোর্টস ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, "শেষ বৈঠকে পেনশন নিয়ে আমাদের আলোচনা হয়েছে। বিসিসিআই প্রেসিডেন্ট আমাদের আশ্বস্ত করেছেন যে, পরের বৈঠকে এই প্রস্তাব পেশ করবেন। এত দিন ২৫টি ম্যাচ খেলা ক্রিকেটাররা পেনশন পেতেন। সেটা কমে ১০টি ম্যাচ হতে পারে।"


আরও পড়ুন: IPL 2021: নটরাজন করোনাক্রান্ত হওয়ার পরেই আইপিএলে বড় পদক্ষেপ বোর্ডের

অন্যদিকে করোনার ধাক্কায় গত মরসুমে ঘরোয়া ক্রিকেটে বিরাট ধাক্কা খেয়েছিল। কিছু কিছু ক্রিকেটাররা শুধুই রঞ্জি ট্রফি, বিজয় হাজারে ট্রফি ও সৈয়দ মুস্তাক আলি ট্রফির সৌজন্যেই অর্থ উপার্জন করেন। তাঁরা রীতিমতো বিপাকে পড়েছিলেন। বিসিসিআই ক্ষতিপূরণ হিসেবে তাদের অতিরিক্ত ৫০ শতাংশ ম্যাচ ফি দিয়েছে। এই সিদ্ধান্তকেও সাধুবাদ জানিয়েছে ক্রীড়ামহল। এমনকী আসন্ন ২০২১-২২ ঘরোয়া মরসুমে খেলোয়াড়দের ম্যাচ-ফি বাড়ানো হচ্ছে। দেখতে গেলে ভারতীয় ক্রিকেট বোর্ড একের পর এক ভাল পদক্ষেপ নিয়েই চলেছে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)