নিজস্ব প্রতিবেদন : শনিবার বিশ্বকাপে রশিদ খানদের মুখোমুখি হবে কোহলিরা। তার আগেই আফগানিস্তান ক্রিকেট বোর্ডের অনুরোধ ফিরিয়ে দিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। আফগানিস্তান ক্রিকেট বোর্ড তাদের টি-টোয়েন্টি ক্রিকেট লিগ- আফগানিস্তান প্রিমিয়ার লিগ ভারতের মাটিতে করতে চেয়ে বিসিসিআইকে অনুরোধ করে। মঙ্গলবার সেই অনুরোধ খারিজ করে দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



আফগানিস্তানে অত্যাধুনিক ক্রিকেট স্টেডিয়াম নেই। পাশাপাশি ক্রিকেট বিশ্বে ভারতের জনপ্রিয়তা ও বাণিজ্যিকিকরণের কথা মাথায় রেখে আফগানিস্তান ক্রিকেট বোর্ড তাদের টি-টোয়েন্টি লিগ ভারতের মাটিতে করতে চেয়ে বিসিসআই-কে অনুরোধ করে। মঙ্গলবার সেই অনুরোধ খারিজ করে দিয়ে বিসিসিআই জানিয়ে দেয়, তাদের নিজস্ব টি-টোয়েন্টি লিগ আইপিএল হয়। তাই অন্য কোনও দেশের লিগ আয়োজনের অনুমতি দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। গতবছর শারজায় আফগানিস্তান টি-টোয়েন্টি লিগ অনুষ্ঠিত হয়েছিল। যেখানে ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাকালাম, শাহিদ আফ্রিদি, কলিন মুনরোদের মতো তারকা ক্রিকেটাররা খেলেছিলেন। এখন একই দেশে দুটো টি-টোয়েন্টি ক্রিকেট লিগ হলে বাণিজ্যকরণ এবং জনপ্রিয়তায় সমস্যা হবে।সেটা মাথায় রেখেই বিসিসিআই আফগান ক্রিকেট বোর্ডের টি-টোয়েন্টি লিগ- আফগানিস্তান প্রিমিয়ার লিগের প্রস্তাবকে খারিজ করে দেয়।


আরও পড়ুন - লর্ডসে অর্জুনের আগুনে বোলিং! দেখুন ভিডিয়ো


তবে আফগানদের টি-টোয়েন্টি ক্রিকেট লিগের প্রস্তাবিত অনুরোধ ফিরিয়ে দিলেও তাদের প্রতি সহানুভূতিশীল বিসিসিআই। আফগান ক্রিকেট বোর্ড আরও একটি অনুরোধ করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে। দেরাদুন, নয়ডার পর ভারতের মাটিতে আরও একটি হোম গ্রাউন্ড দেওয়ার অনুরোধ করেছিল রশিদদের দেশের ক্রিকেট বোর্ড। সেই অনুরোধে সাড়া দিয়ে লক্ষ্ণৌতে আফগানিস্তানের হোম গ্রাউন্ড দেওয়ার ব্যবস্থা করছে বিসিসিআই।