নিজস্ব প্রতিবেদন: টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তার মধ্যেই আইপিএল সম্ভাবনা জোরালো হল। আর্থিক ক্ষতি আটকাতে এই বছরেই ফ্র্যাঞ্চাইজি লিগ করতে মরিয়া সৌরভের বোর্ড। প্রয়োজনে দর্শকশূন্য স্টেডিয়ামেই ক্রোড়পতি লিগ করতে প্রস্তুত বিসিসিআই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বুধবারই সব রাজ্য সংস্থাকে ই-মেল পাঠিয়েছেন বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি। সেখানে পরিষ্কার বলা হয়েছে,এই বছরই যাতে আইপিএল আয়োজন করা যায়,তার জন্য সমস্ত বিকল্প খোলা রাখা হচ্ছে। ক্রিকেটার, সমর্থক, সম্প্রচার সংস্থা, স্পনসর, ফ্র্যাঞ্চাইজি-প্রত্যেকেই এ বছর আইপিএল আয়োজন করার পক্ষে। সৌরভ আরও লিখেছেন, দেশ-বিদেশের একাধিক ক্রিকেটারও আইপিএল খেলার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। খুব শীঘ্রই আইপিএল নিয়ে ভবিষ্যত্ পরিকল্পনা চূড়ান্ত করার ব্যাপারে আশাবাদী ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।


সৌরভ আইপিএল আয়োজন নিয়ে আশাবাদী হলেও, কবে মেগা এই ফ্র্যাঞ্চাইজি লিগ হবে তা নিয়ে ধোঁয়াশা অব্যাহত। অস্ট্রেলিয়ায় হতে চলা  টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে গেলে অক্টোবর-নভেম্বরে আইপিএল করতে চাইছে বিসিসিআই। তবে সূচি মেনে টি-টোয়েন্টি বিশ্বকাপ হলে কোন সময়ে আইপিএল হবে তা এখনও পরিষ্কার নয়। এই বছর আইপিএল না হলে ভারতীয় বোর্ড প্রায় চার হাজার কোটি টাকা আর্থিক ক্ষতির মুখে পড়বে। যা এড়াতে বদ্ধপরিকর সৌরভের বোর্ড।


রাজ্য সংস্থাগুলোকে লেখা ই মেলে ঘরোয়া ক্রিকেটের ফরম্যাট বদলেরও ইঙ্গিত দিয়েছেন সৌরভ গাঙ্গুলি। জোনাল ফরম্যাটে এবার হতে পারে ঘরোয়া ক্রিকেট।


আরও পড়ুন- করোনা পরবর্তী সময়ে কবে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে টিম ইন্ডিয়া? ইঙ্গিত BCCI-এর