নিজস্ব প্রতিবেদন : বিশ্বকাপে অভিযান শুরুর আগে শেষ প্রস্তুতি ম্যাচে দুরন্ত জয় পেল বেলজিয়াম। রোমেলু লুকাকুর জোড়া গোলে কোস্টা রিকাকে ৪-১ গোলে উড়িয়ে দিল বেলজিয়ানরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- বিশ্বকাপের স্মরণীয় ম্যাচ


পর্তুগালের সঙ্গে গোলশূন্য ড্র করার পর গত সপ্তাহে মিশরকে ৩-০ গোলে হারায় বেলজিয়াম। সোমবার ঘরের মাঠে ম্যাচের শুরু থেকে প্রতিপক্ষের রক্ষণে চাপ সৃষ্টি করে বেলজিয়াম। কিন্তুখেলার স্রোতের বিপরীতে ২৪ মিনিটে গোল হজম করে বসে তারা। পিছিয়ে পড়ে পাল্টা জবাব দিতে দেরি করেনি বেলজিয়াম। ৩১ মিনিটে এডেন হ্যাজার্ডের পাস থেকে ড্রিস মের্টেন্সের গোল সমতায় ফেরে তারা। ৪২ মিনিটে লুকাকুর গোলে ব্যবধান বাড়ায় বেলজিয়াম। দ্বিতীয়ার্ধের শুরুতেই স্কোরলাইন ৩-১ করেন সেই লুকাকু।  
৬৪ মিনিটে বেলজিয়ামের জয় নিশ্চিত করে দেন মিচি বাতসুয়াই।


আরও পড়ুন- বিশ্বকাপের বিতর্কিত ঘটনাবলী


২০১৬ সালে স্পেনের কাছে হারার পর থেকে টানা ১৯ ম্যাচে অপরাজিত বেলজিয়াম। ১৮ জুন পানামার বিরুদ্ধে বিশ্বকাপ শুরু করবে বেলজিয়াম। বিশ্বকাপের কোস্টা রিকার প্রথম ম্যাচ সার্বিয়ার বিরুদ্ধে ১৭ জুন।