নিজস্ব প্রতিনিধি : ম্যাচের ৩৫তম ওভারে কাণ্ডটা ঘটল। আদিল রশিদের ওভারের প্রথম ডেলিভারি মিড উইকেটের ওপর দিয়ে খেলেন আন্দিল ফেহলুকোওয়ায়ো। ছক্কা হতে পারত। কিন্তু বেন স্টোকস ছো মেরে ক্যাচ নিয়ে ফেললেন। শরীরটাকে শূন্যে ছুড়ে ডান হাত উপরের দিকে বাড়িয়ে ক্যাচটা নিলেন। অ্যাক্রোবেটিক স্টাইলে। ২.২ মিটার বা প্রায় ৭ ফুট তিন ইঞ্চি লাফিয়ে ক্যাচটা নিলেন ইংলিশ অলরাউন্ডার। তার পর থেকে তর্ক উঠে গেল, এটাই ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ক্যাচ কিনা! এমন একটা ক্যাচ নিয়ে ফেলেছেন, তা অবশ্য বিশ্বাস করতে পারছিলেন না স্টোকস নিজেও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  ICC World Cup 2019: ওয়েস্ট ইন্ডিজই প্রথম ৫০০ রান করবে, বললেন সাই হোপ



ইংল্যান্ডের প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররা স্টোকসের এমন ক্যাচ দেখে স্তম্ভিত। স্পিনার গ্রেম সোয়ান যেমন বললেন, যা দেখলাম কোনওদিন ভুলব না। আমার চোখে এটা অবিশ্বাস্য। অসাধারণ ক্যাচ বললেও কম বলা হবে। ধারাভাষ্যকাররা বলছিলেন, স্টোকসের টাইমিং ছিল অসাধারণ। আর ওরকম টাইমিং মেনে শরীর ছোড়ার জন্য ফিটনেসের চূড়ান্ত পর্যায় থাকতে হয়। ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রড বিস্ফারিত চোখে দু’হাত দিয়ে নিজের মুখ ঢাকার ছবি পোস্ট করেছেন টুইটারে। সঙ্গে লিখেছন, ‘লাউঞ্জে দাঁড়িয়ে ক্যাচটা দেখলাম। তার পর এটাই আমার প্রতিক্রিয়া।’ ক্যারিবিয়ান কিংবদন্তি ইয়ান বিশপ টুইটে লিখেছেন, ‘সর্বকালের অন্যতম সেরা ক্যাচ ধরতে দেখলাম বেন স্টোকসকে। ও একজন দুর্দান্ত অ্যাথলিট।’



দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা হার্শেল গিবসের প্রতিক্রিয়া, ‘দুর্দান্ত ক্যাচ যাকে বলে এটা তাই।’ বিশ্বকাপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৯ বলে ৮৯ রান করেছেন স্টোকস। বোলিংয়ে এসে ২.৫ ওভারে ১২ রানের বিনিময়ে নিয়েছেন ২ উইকেট। তার পর এমন একখানা দুরন্ত ক্যাচ। ম্যাচ শেষে স্টোকস বলে গেলেন, ‘‘আমি বাউন্ডারি লাইন থেকে কিছুটা এগিয়ে দাঁড়য়েছিলাম। তাই বলটা যখন আমার দিকে আসছিল তখন সেকেন্ডের ভগ্নাংশে একটু চিন্তিত হয়ে পড়ি। কিন্তু ইংল্যান্ড দলে আমার একটা ডাক নাম রয়েছে ‘দ্য ক্ল’। নামটার সঙ্গে সুবিচার করতে পেরেছি।’’