জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy 2023) বাংলার (Bengal Cricket Team) দাপট অব্য়াহত। মঙ্গলবার থানেতে পঞ্জাবকে ৫২ রানে হারিয়ে সুদীপ ঘরামির বঙ্গব্রিগেড চলে টুর্নামেন্টের নকআউটে। একমাত্র তামিলনাড়ু ম্য়াচ বাদ দিলে বাংলা এই টুর্নামেন্টে কিন্তু দাপুটে ক্রিকেট খেলেছে। জিতেছে পাঁচ ম্য়াচ। গ্রুপ 'ই’র শীর্ষস্থানে শেষ করেও  লক্ষ্মীরতন শুক্লার শিষ্যরা কিন্তু দ্বিতীয় দল হিসেবে উঠেছে প্রি-কোয়ার্টারে। তামিলনাড়ু ও বাংলার পয়েন্ট একই। এমনকী নেটরানরেটেও এগিয়েই বাংলা। কিন্তু হেড টু হেডের পরিসংখ্য়ানে পিছিয়ে দ্বিতীয় দল হিসেবে নকআউটে জায়গা করেছেন সুদীপরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: IPL 2024 Auction: এবার নিলামে 'নতুন মুখ'! মরুদেশে মল্লিকার হাতে হাতুড়ি, কে এই ভারতীয়?


এদিন দাদোজি কোনদেব স্টেডিয়ামে মনদীপ সিংরা টস জিতে ব্য়াট করতে পাঠান বাংলাকে। মাত্র ৩৯ রানে চলে যায় বাংলার চার উইকেট। হাবিব গান্ধী (০), অভিষেক পোড়েল (৯), সুদীপ (২৬) ও কৌশিক মাইতি (০) ফিরে যান। তবে চারে নামা অনুষ্টুপ বুঝে গিয়েছিলেন যে, কিছুতেই তাঁর আউট হওয়া চলবে না। কারণ দল রীতিমতো কোমায় চলে গিয়েছে। অনুষ্টুপের হাত শক্ত করতে এসে শুধু কৌশিকই ব্য়র্থ হননি। ফ্লপ শো শাহবাজ আহমেদ (১৬) ও ঋত্ত্বিক রায় চৌধুরীরও (৫)। 


৮৫ রানে ৬ উইকেট হারিয়ে বাংলা যখন ধুঁকছিল, তখন ত্রাতার ভূমিকায় ব্য়াট ধরেছিলেন অনুষ্টুপই। তিনি পাশে পান করণ লালকে। তাঁরা সপ্তম উইকেটে ১৪৫ রান যোগ করেন স্কোরবোর্ডে। এই রান না উঠলে বাংলা যে ম্য়াচ জিততে পারত না, তা নিশ্চিন্তে বলে দেওয়া যায়। অনুষ্টুপ-করণের ব্য়াটে ভর করে বাংলা শেষ পর্যন্ত নয় উইকেটে ২৪২ রান তুলতে সমর্থ হয়েছিল। অনুষ্টুপ ১১৬ বলে ১১১ রানে অপরাজিত ছিলেন। করণ ৬৩ বলে ৬৬ করেন। পঞ্জাবের বলতেজ সিং একাই তুলে নেন পাঁচ উইকেট।


এত অল্প রানের পুঁজি নিয়েও বাংলা কিন্তু লড়াই ছাড়েননি। বাংলার বোলারদের দুরন্ত পারফরম্য়ান্সেই পঞ্জাব গুটিয়ে যায় মাত্র ১৯০ রানে। বাংলা জিতে যায় ৫২ রানে। শাহবাজ ও কৌশিক তিন উইকেট করে নেন। মহম্মদ কাইফ ও প্রদীপ্ত প্রামাণিক নিয়েছেন দুই উইকেট করে।


আরও পড়ুন: Sourav Ganguly: 'কোহলিকে অধিনায়কত্ব থেকে...!' মহারাজের মেগা আপডেটে ময়দানে মহাপ্রলয়



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)