নিজস্ব প্রতিবেদন: রঞ্জি ট্রফির সেমিফাইনালে উঠেছে বাংলা। অথচ বঙ্গ অধিনায়কের ব্যাট একদমই কথা বলছে না। চলতি মরশুমে ফর্মের ধারে কাছে নেই অভিমন্যু ঈশ্বরন। শনিবার থেকে ইডেনে শুরু সেমিফাইনাল। কর্ণাটকের বিরুদ্ধে মেগা ম্যাচে রানে ফিরতে মরিয়া বাংলার অধিনায়ক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


দু'দিনের ছুটি কাটিয়ে বৃহস্পতিবার থেকে অনুশীলনে নামবে বাংলা। তার ২৪ ঘন্টা আগে ব্যাট হাতে আলাদা অনুশীলন বঙ্গ অধিনায়কের। সল্টলেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে ২ ঘন্টা নেটে ঘাম ঝরালেন অভিমন্যু। ইডেনের উইকেটে ঘাস থাকবে। প্রসিধ কৃষ্ণ, অভিমন্যু মিঠুনদের সামলানোর মহড়াতে তাই কোনও খামতি নেই অভিমন্যুর। সেমিফাইনালে বাংলার টপ অর্ডারকে নেতৃত্ব দিতে তৈরি দলনায়ক।



অনুশীলন শেষে বঙ্গ অধিনায়ক জানান, "আমি দ্রুত রানে ফিরতে চাই। কর্ণাটকের বিরুদ্ধে শুরুটা ভালো করলে সেটা দলের অনেক কাজে লাগবে। ওপেনিং ব্যাটসম্যান হিসাবে আমার কাছে দলের প্রত্যাশা অনেক। ইডেনের উইকেট আমার চেনা। সেটাকে কাজে লাগাতে চাই।" সেমিফাইনাল ম্যাচ মানেই কঠিন চ্যালেঞ্জ। শক্তিশালী বিপক্ষকে দেখে তাই বাড়তি চাপ নিতে নারাজ অভিমন্যু। চলতি মরশুমে চাপের মুহুর্তে বরং ভালো পারফর্ম করছে দল। বঙ্গ অধিনায়কের কাছে এটাই দলের প্রধান ইউএসপি।


 


আরও পড়ুন - এবার বিশ্বকাপে হ্যারিদের সামনে কিউই চ্যালেঞ্জ!