জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: বিতর্কিত পেনাল্টি, একাধিক গোলের সুযোগ নষ্ট। চলতি আইএসএলে এই প্রথম হারল ইস্টবেঙ্গল। ঘরের মাঠে ২-১ গোলে জিতল বেঙ্গালুরু এফসি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Asian Games 2023: দুরন্ত দৌড়ে সোনা ভারতের, চিনে তেরঙা উড়ছে...


এবারের আইএসএসে প্রথম দুটি ম্যাচেই জিতেছিল ইস্টবেঙ্গল। কিন্তু তৃতীয় ম্যাচে  বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে তাদের মাঠে গিয়ে হারতে হল লাল-হলুদকে। অথচ এদিন ম্যাচেকর শুরুতে কিন্তু এগিয়ে গিয়েছিল কুয়াদ্রাতের ছেলেরাই। ১৫ মিনিটের মাথায় গোল করেছিলেন নাওরেম মহেশ সিংহ। কিন্তু সেই গোল বেশি ক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ১৯ মাথায় পেনাল্টিতে গোল শোধ করে দেন সুনীল।


রিপ্লেতে অবশ্য স্পষ্ট দেখা যায়, বক্সের মধ্যে নিজেই পড়ে গিয়েছিলেন সুনীল। তাঁকে ইস্টবেঙ্গলের কোনও ফুটবলারই স্পর্শ করেননি। কিন্তু তাও পেনাল্টির সিদ্ধান্ত বহাল রাখেন রেফারি। এরপর ২৯ মিনিটে বল জালে জড়িয়ে দিয়েছিলেন নন্দ কুমার। অফ সাইডের জন্য় ইস্টবেঙ্গলের গোল বাতিল হয়ে যায়। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলেই।


দ্বিতীয়ার্ধে  বেশ কয়েকটি সুযোগ পেলেও, কাজ লাগাতে পারেননি লাল-হলুদ ফুটবলাররা। ম্যাচের বয়স তখন ৭২ মিনিট। বাইসাইকেল কিকে গোল করে বেঙ্গালুরুকে এগিয়ে দেন জাভি হার্নান্দেজ।


আরও পড়ুন:  Neeraj Chopra | Asian Games 2023: সোনার পদক থাকল নীরজেরই, রুপোয় হৃদয় ছুঁলেন কিশোর



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)