নিজস্ব প্রতিনধি: এক-আধ মরসুম নয়, বেঙ্গালুরু এফসি-র (Bengaluru FC) জার্সিতে ডিমাস ডেলগাডো (Dimas Delgado) খেলেছেন টানা চার মরসুম। জিতেছেন সুপার কাপ ও আইএসএল। ৩৮ বছরের স্প্যানিশ মিডফিল্ডার সুনীল ছেত্রীদের দলের ঘরের ছেলে হয়ে গিয়েছিলেন এই কয়েক বছরে। বেঙ্গালুরু ছেড়ে চলে যাচ্ছেন তিনি। বিদায়বেলায় নিজের আবেগ ধরে রাখতে পারলেন না ৬ ফুটের ফুটবলার। বেঙ্গালুরুর হয়ে ৬৭ ম্যাচ খেলা ডিমাস কেঁদে ফেললেন সতীর্থদের সঙ্গে শেষবার টিম হোটেলে ডিনার করতে গিয়ে।





COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: UEFA Champions League Final: ১-০ ব্যবধানে Manchester City-কে হারিয়ে দিল Chelsea


সম্প্রতি এএফসি কাপের দলে সুযোগ না পেয়ে ডিমাস নিজের হতাশা ব্যক্ত করেছিলেন টুইটারে। তিনি লেখেন, "এএফসি কাপের চূডা়ন্ত দলে সুযোগ না পাওয়ায় খারাপ লাগছে। যদিও আমরা প্রস্তুতি শুরু করে দিয়ছিলাম। আমি নিজেকে সেই ভাবে তৈরিও করছিলাম। কিন্তু আমাকে না নেওয়ার সিদ্ধান্ত ক্লাবের। তার ওপর আমি শ্রদ্ধাশীল। আমার সতীর্থদের জন্য এবং দলের হয়ে আমার সমর্থন করে যাব।"