নিজস্ব প্রতিনিধি: নিজস্ব প্রতিবেদন: ভাগ্যের এমনই করুণ পরিহাস যে, মাত্র ১৪ দিনের মধ্যে নিজের মা ও বোনকে হারিয়েছেন বেদা কৃষ্ণমূর্তি (Veda Krishnamurthy)। ভারতীয় দলের ক্রিকেটারের দুই প্রিয় মানুষ করোনাক্রান্ত হয়ে চলে গিয়েছেন। এরপরেও নাকি বিসিসিআই (BCCI)-এর তরফে বেদার সঙ্গে কোনও যোগাযোগ করা হয়নি বলেই অভিযোগ এনেছিলেন প্রাক্তন অজি অলরাউন্ডার লিসা স্থলেকর (Lisa Sthalekar)।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: COVID-19: মাতৃহারা দেশের আরেক ক্রিকেটার, আবেগ ধরে রাখতে পারলেন না Priya Punia


লিসা ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে তোপ দেখে কড়া ভাষায় টুইট করেছেন। লিসার অভিযোগের পরেই কার্যত বিসিসিআই নড়েচড়ে বসল। বেদার পাশে দাঁড়াল সৌরভ গঙ্গোপাধ্যায় অ্যান্ড কোং। বেদা মঙ্গলবার টুইট করে জানালেন যে, বোর্ড তাঁর পাশে এসে দাঁড়িয়েছে। বেদা এদিন লিখলেন, "আমার এবং আমার পরিবারের জন্য বিগত একটা মাস অত্যন্ত কঠিন ছিল। আমি মন থেকে কৃতজ্ঞতা জানাতে চাই বিসিসিআই-কে। জয় শাহ স্যার নিজে আমাকে ফোন করেন। এই অস্থির সময়ে আমার পাশে দাঁড়ান। স্যারকে অনেক অনেক ধন্যবাদ।'