ওয়েব ডেস্ক: আইপিএলের সেই শুরুর দিন থেকেই সবকটি দলে দুর্ধর্ষ সব ওপেনিং জুটি। সনথ জয়সূর্য - সচিন তেন্ডুলকরই হোক অথবা বীরু-গম্ভীর। কিংবা মুরলী বিজয় - মাইকেল হাসি। অথবা ডোয়েন স্মিথ - ব্রেন্ডন ম্যাককালাম। সত্যিই এঁরা জুটিতে লুটি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কিন্তু আপনি জানেন কি যে, আইপিএল ইতিহাসের সবথেকে সফল ওপেনিং জুটি কোনটা? সানরাইজার্স হায়দরাবাদের ডেভিড ওয়ার্নার এবং শিখর ধাওয়ান। হ্যাঁ, এই জুটিই আইপিএল ইতিহাসে সবথেকে বেশি রান করেছে। এই জুটিই একমাত্র দেড় হাজার রান করেছে। আজ আবার ম্যাচ খেলতে নামবে সানরাইজার্স। তাই ওয়ার্নার এবং ধাওয়ান আরও কিছু রান এগিয়ে যাবেন। ওয়ার্নার-ধাওয়ানদের নিকটতম প্রতিদ্বন্দ্বী হল কলকাতা নাইট রাইডার্সের গৌতম গম্ভীর এবং রবীন উথাপ্পা জুটি। তাঁদের রান ১৪৬৩। কিন্তু সংখ্যাটা মানে রানটা এবার অন্তত আর বাড়বে না।