ব্যুরো: ফিফা র‍্যাঙ্কিংয়ে উন্নতি করল ভারত। এগারো ধাপ উঠে ১৩৭ নম্বরে কনস্ট্যানটাইনের দল। গত ছয় বছরে এটাই ভারতীয় ফুটবল দলের সেরা র‍্যাঙ্কিং। 


ভারতীয় ফুটবলে ভাল খবরের ছড়াছড়ি। বেঙ্গালুরু এফসি এএফসি কাপের ফাইনালে ওঠার পর এবার ফিফা র‍্যাঙ্কিংয়ে রেকর্ড উন্নতি ভারতীয় ফুটবল দলের। ১১ ধাপ উঠে ১৩৭ নম্বরে পৌছল স্টিফেন কনস্ট্যানটাইনের দল। গত ছয় বছরে এটাই ভারতীয় ফুটবল দলের সেরা র‍্যাঙ্কিং। গতমাসে মুম্বইতে পুয়ের্তো রিকোকে হারিয়ে ২৩০ পয়েন্ট অর্জন করেছিল ভারত। সেই সুবাদে ১১ ধাপ এগিয়েছেন সুনীল, জেজেরা। নিজের দলের র‍্যাঙ্কিংয়ে উন্নতিতে উচ্ছ্বসিত কোচ কনস্ট্যানটাইন। তবে সাহেব কোচের দাবি এখনও অনেক কাজ বাকি। তাই আত্মতুষ্ট হতে নারাজ সুনীলদের হেডস্যার।তবে ভারতীয় দল উন্নতির পথে এক পা বাড়িয়েছে বলে দাবি তাঁর।