জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কোটলার পিচে শেষ কবে কোন ভারতীয় জোরে বোলার দাপট দেখিয়েছেন? রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)-রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) এমন স্পিন সহায়ক পিচে দাপট দেখাবেন, এটাই তো প্রত্যাশিত। তবে অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে চলতি বর্ডার গাভাসকর ট্রফিতে (Border Gavaskar Trophy 2023) নিজের জাত ফের চেনালেন মহম্মদ শামি (Mohammed Shami)। কীভাবে উপমহাদেশীয় পিচে একের পর এক উইকেট আদায় করে নিতে হয়, সেটাই বুঝিয়ে দিলেন টিম ইন্ডিয়ার (Team India) অভিজ্ঞ জোরে বোলার। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন ডেভিড ওয়ার্নার (David Warner) ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই তাঁকে ফেরালেন। এরপর তাঁর শিকার ট্রাভিস হেড (Travis Head) ও দুই বোলার। নিলেন ৬০ রানে ৪ উইকেট। কোটলার বাইশ গজে এমন আগুনে বোলিংয়ের পরে সাংবাদিক বৈঠকে এলেন 'সহেসপুর এক্সপ্রেস'। শামির বক্তব্য জি ২৪ ঘন্টার পাঠকদের জন্য তুলে ধরা হল। 


লাইন-লেন্থই মূল অস্ত্র: সত্যি বলতে উপমহাদেশের উইকেটে পেস বোলাররা তেমন সাহায্য পায় না। নতুন বলে কিছুটা সাহায্য পাওয়ার পর, বল পুরনো হয়ে গেলে রিভার্স সুইং হয়। তখন কিছুটা আমরা সাহায্য পাই। আর তাই এখানে সাফল্য পেতে হলে লাইন-লেন্থই মূল অস্ত্র। 


ধারাবাহিকতার রহস্য: নিজের দেশ কিংবা উপমহাদেশে সাফল্য পেতে হলে উইকেটের চরিত্র বোঝা খুব জরুরি। তবে সব পেস বোলার কিন্তু ঘরের মাঠে সফল হয় না। কারণ সবার মধ্যে পিচ বোঝার মতো ক্ষমতা নেই। আমাদের মতো কয়েকজন অনেক বছর ধরে একাধিক ভেন্যুতে ঘরোয়া ক্রিকেট খেলার জন্যই সাফল্য পেলাম। 



আরও পড়ুন: Ravindra Jadeja, BGT 2023: ফের কোন নতুন বিশেষ নজির গড়লেন 'স্যর জাদেজা'? জানতে পড়ুন


আরও পড়ুন: Ranji Trophy Final 2023, BEN vs SAU: কলকাতার মুখ ভার আকাশের মতোই অন্ধকারে তলিয়ে গেল বাংলা, ইডেনে রঞ্জি জয় দিবাস্বপ্ন


সিরাজের সঙ্গে জুটিতে লুটি: দেখুন কারও সঙ্গে অন্যের তুলনা করা উচিত নয়। গত পাঁচ-ছয় বছরে আমাদের পেস বোলিং একটা ইউনিট হিসেবে খেলেছি। এখন সিরাজের সঙ্গে জুটি বেঁধেছি। ওর মধ্যে এগিয়ে যাওয়ার অনেক মশলা রয়েছে। তাছাড়া গত পাঁচ-ছয় বছর ধরে আমি যাদের সুঙ্গে জুটি বেঁধে খেলেছি, তারা সবাই ভারতীয় দলকে সাফল্য দিয়েছে। সেটা পরিসংখ্যান দেখলেই বুঝতে পারবেন। 


৭৮.৪ ওভারেই শেষ অস্ট্রেলিয়া: অস্ট্রেলিয়াকে অল আউট করা নিয়ে আর নতুন কথা কী বলব! ওদের আগেও অল আউট করেছি। ভবিষ্যতেও করব। এদিনও এক দিনের মধ্যেই শেষ করে দিলাম। আমাদের দেশে খেলতে এলে তো অল আউট হতেই হবে। আমার মতো পেস বোলাররা না পারলে, স্পিনাররা বিপক্ষকে গুটিয়ে দেবে। 


বড় রানের লিড চাই:  দেখুন ২৬৩ রান খুব বড় স্কোর নয়। আমরা যদি ঠিক মতো ব্যাট করতে পারি, তাহলে স্কোরবোর্ডে রানের পাহাড় তোলা মোটেই কঠিন নয়। অস্ট্রেলিয়ায় প্যাট কামিন্স ছাড়া আর কোনও জোরে বোলার নেই। তাই পিচের বাউন্স বুঝে স্পিনার বিরুদ্ধে খেলতে হবে। 


টস জেতা হাতে নেই: টস জেতা কারও হাতে নেই। আর তাই আমরা নিজের যোগ্যতা অনুসারে পারফর্ম করার চেষ্টা করি।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)