Usman Khawaja, BGT 2023: ভারতকে চাপে রাখা শতরান করে কেন আবেগপ্রবণ হয়ে পড়লেন খোয়াজা? জেনে নিন
পিচ বদলাতেই বদলে গেল খেলার ছবি। টেস্টের সেই চিরাচরিত দৃশ্য। প্রতিটি উইকেটের জন্য লড়াই চলল। ধৈর্য ধরে ব্যাটারের ভুলের অপেক্ষা করলেন বোলাররা। অন্যদিকে ব্যাটারদেরও পরীক্ষা ছিল উইকেটে পড়ে থাকার। সে সবই দেখা গেল আমদাবাদে। দিনের শেষে সুবিধাজনক জায়গায় অস্ট্রেলিয়া।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: সারাদিন ব্যাট করে ২৫১টি বলের মোকাবিলা করলেন। ১০৪ রানে অপরাজিত তিনি। ধৈর্যশীল ইনিংসে মেরেছেন ১৫টি চার। স্ট্রাইক রেট ৪১.৪৩। দেখতে দেখতে টেস্ট ক্রিকেটে ১৪টি শতরান সেরে ফেললেন উসমান খোয়াজা (Usman Khawaja)। তবে চলতি বর্ডার গাভাসকর ট্রফির (Border Gavaskar Trophy 2023) এই শতরান তাঁর কাছে সেরা। কারণটাও জানালেন পাক বংশোদ্ভূত এই বাঁহাতি ওপেনার।
পিচ বদলাতেই বদলে গেল খেলার ছবি। টেস্টের সেই চিরাচরিত দৃশ্য। প্রতিটি উইকেটের জন্য লড়াই চলল। ধৈর্য ধরে ব্যাটারের ভুলের অপেক্ষা করলেন বোলাররা। অন্যদিকে ব্যাটারদেরও পরীক্ষা ছিল উইকেটে পড়ে থাকার। সে সবই দেখা গেল আমদাবাদে। দিনের শেষে সুবিধাজনক জায়গায় অস্ট্রেলিয়া (Australia)। সৌজন্যে খোয়াজা। দুরন্ত শতরান করলেন তিনি। প্রথম দিনের শেষে ৪ উইকেটে ২৫৫ রান অস্ট্রেলিয়ার। আর তাই এমন শতরান করে আবেগপ্রবণ হয়ে পড়লেন তিনি।
দিনের খেলার শেষে খোয়াজা বলেন, "এই শতরান আমার সবচেয়ে কাছের। কারণ আমি এর আগে দু'বার ভারত সফরে এসেছিলাম। এবং সেই আটটি টেস্টে নিয়মিত জলের বোতল বওয়া আমার কাজ ছিল। আর তাই এই শতরান নিয়ে আমি বাড়তি আবেগতাড়িত হয়ে পড়েছি।"
আরও পড়ুন: Rishabh Pant, BGT 2023: মাঠ থেকে অনেক দূরে থাকলেও ট্রেন্ডিংয়ে ঋষভ পন্থ! কিন্তু কেন?
মহম্মদ শামি, রবিচন্দ্রন অশ্বিনের সামনে একের পর এক অজি ব্যাটার সেট হয়ে ফিরে গিয়েছিলেন। সেখানে খোয়াজা ছিলেন বাইশ গজে অটল। কীভাবে চান্সলেস ইনিংস খেললেন তিনি?
অজি ওপেনার যোগ করেন, "আহমেদাবাদের পিচ ব্যাটারদের জন্য একেবারে আদর্শ। কিছুক্ষণ সময় ক্রিজে কাটানোর পরেই সেটা বুঝেছিলাম। তাই উইকেট ছুঁড়ে দেওয়ার পক্ষপাতি ছিলাম না। আসলে আমি মানসিকভাবে খুবই শক্তিশালী। আর সেইজন্য সফল হলাম।"
পুরো দিন খোয়াজা নিজের ছন্দে খেলছিলেন। তাঁকে বিশেষ সমস্যায় ফেলতে পারেননি ভারতীয় বোলাররা। ধীরে ধীরে নিজের শতরানের দিতে এগোচ্ছিলেন খোয়াজা। ভারত দ্বিতীয় নতুন বল নেওয়ার পরে রানের গতি বেড়ে যায়। সারা দিন বল করার পরে ক্লান্ত হয়ে পড়েছিলেন শামি, উমেশরা। এরই মাঝে দিনের শেষ ওভারে নিজের শতরান পূর্ণ করলেন খোয়াজা। ভারতে টেস্টে এটি তাঁর প্রথম শতরান। আর তাই বাড়তি আবেগতাড়িত হয়ে পড়েন বাঁহাতি ওপেনার।