জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইপিএলের ৫০ নম্বর ম্য়াচ ছিল প্রকৃত অর্থেই স্মরণীয়। গত বৃহস্পতিবার উপলের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদ মুখোমুখি হয়েছিল 'টেবল টপার' রাজস্থান রয়্য়ালসের (Sunrisers Hyderabad vs Rajasthan Royals, SRH vs RR, IPL 2024)। রুদ্ধশ্বাস ম্য়াচে 'অরেঞ্জ আর্মি' এক রানে জিতে চমকে দিয়েছে। সানরাইজার্স তিন উইকেটে ২০১ রান তুলেছিল প্রথমে ব্য়াট করে। রাজস্থান ৭ উইকেটে তোলে ২০০। এদিন ৪১ রানে তিন উইকেট নিয়ে, দুরন্ত ম্য়াচ জেতানো বোলিং করেছেন ভারতের ব্রাত্য 'সুইং কিং' ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)। শেষ বলে রোভম্য়ান পাওয়েলকে এলবিউব্লিউ করে, ভুবি হায়দরাবাদকে ম্য়াচ জিতিয়েছেন। অবিশ্বাস্য় জয় বললেও কম। দুই ম্য়াচ হারা সানরাইজার্স জয়ের রাস্তায় ফিরতেই, দলের মালকিন কাব্য় মারান (Kavya Maran) উচ্ছ্বাসে স্ট্য়ান্ডে লাফালাফি শুরু করে দেন। সেই ভিডিয়ো একেবারে ইন্টারনেট ভেঙে ফেলেছে। ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: সানরাইজার্স মালকিন দাঁড়াতেও পারেননি! ধোনির এই খেলাতেই হন একেবারে অস্থির



কাব্য় বরাবরই ভাইরাল হয়ে যান নেটপাড়ায়। কখনও তাঁর হাসি মুখ ক্য়ামেরায় ধরা পড়ে তো কখনও তাঁর বিষণ্ণতা! কাব্য় মানেই গ্য়ালারির লাইমলাইট কেড়ে নেওয়া এক নাম। কাব্য দক্ষিণ ভারতের অত্য়ন্ত জনপ্রিয় সান মিউজিক ও সান টিভি-র এফএম চ্যানেলগুলির মালিক কালনিথি মারানের কন্যা। ২০১৮ সালে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে সানরাইজার্স হায়দরাবাদের, ম্যাচ চলাকালীন প্রথমবার ক্যামেরার ফোকাসে ছিলেন তিনি। রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ার আলোচনার বিষয় হয়ে যান কাব্য। অনেকেই ভেবেছিলেন তিনি কোনও ফ্যান। যদিও পরে তাঁর পরিচয় জানা যায়। 


আইপিএল নিলামের হাত ধরে কাব্য ইন্টারনেটে ঝড় তুলে দিয়েছেন। তাঁর বুদ্ধিমত্তা ও সৌন্দর্য আলাদাই কথা বলে। এখন কাব্য আইপিএল দলের মালকিন। তবে ২০১৮ সালে তিনি নিযুক্ত হয়েছিলেন 'অরেঞ্জ আর্মি'র সিইও হিসেবে। ব্যক্তিগত জীবনকে একেবারে ব্যক্তিগত রাখার শিল্প জানা আছে তাঁর। কাব্য নেই কোনও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও। একেবারে লাইমলাইটে আসতে পছন্দ করেন না। কাব্য়র পছন্দের মানুষটি কে বা কী তাঁর রিলেশনশিপ স্ট্যাটাস, আজও সকলের অজানা। ৩২ বছরের কাব্য চেন্নাইয়ের স্টেলা মারিস কলেজ থেকে কমার্সে ডিগ্রি অর্জন করেছেন। এরপর ব্রিটিনের ওয়ারউইক বিজনেস স্কুল থেকে এমবিএ পাশ করেন।   কাব্যর আনুমানিক সম্পত্তির পরিমাণ ৪০৯ কোটি টাকা বলেই জানা গিয়েছে।  


আরও পড়ুন: নীতার ঘর ভাঙতে মরিয়া কাব্য, রোহিতের জন্য রাখা ব্ল্যাংক চেক!


 



 (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)