নিজস্ব প্রতিবেদন: প্রথম ইনিংসে ভারতের ২১৭ রানের জবাবে নিউজিল্যান্ড ১১৬ রানে পিছিয়ে আছে সাউদাম্পটনে। গত রবিবার তৃতীয় দিনে ভারত মাত্র জোড়া উইকেট তুলে কিছুটা হলেও লড়াইতে ফিরেছে। কিন্তু এজিয়েস বোলের পিচে ভারতের পেস ব্রিগেড সেভাবে আশা জাগাতে পারেনি পারফরম্যান্সে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মহম্মদ শামি (Mohammed Shami) ও ইশান্ত শর্মা (Ishant Sharma) যদিও বা কিছুটা প্রভাব ফেলেছেন, জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) অত্যন্ত সাদামাটা দেখিয়েছে। এই পিচে বল ভয়ঙ্কর সুইং করছে। আর এই অবস্থায় ভারতের ফ্যানেরা বারবার মনে করছেন একজনকে। তিনি আর কেউ নন দেশের  সিনিয় পেসার ও 'সুইং কিং' ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)। ফ্যানেদের একটাই প্রশ্ন, কেন ইংল্যান্ডে সফররত দলে সুযোগ পেলেন না দেশের এক নম্বর সুইং বোলার! ভুবির অনুপস্থিতি নিয়ে ফ্যানেদের এই উত্তর এক মাত্র নির্বাচকরাই দিতে পারবেন! তবে তাঁদের আক্ষেপ যথার্থ তা বলাই যায়।


আরও পড়ুন: IND VS NZ WTC21 Final: দুই ওপেনারকে ফিরিয়ে লড়াইয়ে ফিরল ভারত, ১১৬ রানে পিছিয়ে নিউজিল্যান্ড






২০১৮ সালে দক্ষিণ আফ্রিকায় শেষবার টেস্ট খেলেছিলেন ভুবি। তার পর থেকে কিন্তু আর দেশের হয়ে ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে দেখা যায়নি তাঁকে। বিগত তিন বছরে তিনি কোনও টেস্ট খেলেননি। ২১টি টেস্টে ৬৩ উইকেট নেওয়া ভুবি হয়তো ভারতীয় টেস্ট দলের ভাবনায় নেই। জুলাই মাসে সীমিত ওভারের ক্রিকেট খেলতে শ্রীলঙ্কা উড়ে যাচ্ছে টিম ইন্ডিয়া। তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ভারত। শিখর ধাওয়ান (Shikhar Dhawan) দলের ক্যাপ্টেন ও ভুবনেশ্বর ভাইস-ক্যাপ্টেন।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)