ওয়েব ডেস্ক: আজ ভারতীয় ফুটবলের অন্যতম আধুনিক ফুটবলারের জন্মদিন! আপনার হয়তো অনেকগুলো নাম মাথায় আসছে। ভাবছেন, কে তিনি? নাম আন্দাজ করার চেষ্টা করা শুরু করে দিয়েছেন হয়তো! এই প্রজন্মের অনেকই তাঁর খেলা দেখেননি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


তিনি সুদীপ চ্যাটার্জি। জন্মদিন হলেও আজ তাঁর জন্য আনন্দ করার কেউ নেই। থাকবেই বা কীভাবে? তিনি যে মাত্র ৪৭ বছর বয়সেই আমাদের সবাইকে ছেড়ে চলে গিয়েছেন।


তাঁর ডাকনাম ছিল টুলু। একটা সময় কলকাতার ফুটবলে খুব তর্ক চলত, কে বড় ফুটবলার? কৃশানু দে নাকি সুদীপ চ্যাটার্জি? হাওড়া সহযাত্রী ক্লাব থেকে ফুটবলজীবন শুরু করেছিলেন। পরে মোহনবাগান, ইস্টেবঙ্গল দুই বড় ক্লাবেই চুটিয়ে ফুটবল খেলেন। বাংলার এবং দেশের জার্সিতেও অনেক ম্যাচে মাঠে নেমেছেন। সারা মাঠ জুড়ে খেলতেন বলে তাঁকে লোকে বলত, দুটো হৃত্‍পিণ্ডের মালিক! নাই বা থাকলেন, আমাদের মধ্যে। তবে জন্মদিনে যেখানেই থাকুন, ভালো থাকুন সুদীপ।