নিজস্ব প্রতিবেদন: ভারতীয় ক্রিকেটের মুকুট বিহীন রাজা বিরাট, এই কথা সর্বজনবিদিত। এ দেশের ক্রিকেট মহল এই কথায় দু’হাত তুলে সমর্থন জানাবে, ভারতীয় ক্রিকেটে বিরাটের  কথা-ই দলের শেষ কথা! সমালোচকরা এও বলেন, তিনিই না কি ভারতীয় দলের ‘একনায়ক’। এমনকি ভারতীয় দলের কোচ পদ থেকে অনিল কুম্বলের সরে যাওয়ার পিছনেও বিরাট কোহলিকেই দায়ী করেন অনেকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- সাক্ষীর জন্মদিনে হার্দিকের ধূমপানের ভিডিও ভাইরাল


কোহলি-কুম্বলে বিবাদের কারণ যাই হোক, প্রাক্তন স্পিনার বিষেণ সিং বেদি মনে করেন, বিরাটের জন্যই পদত্যাগ করতে বাধ্য হয়েছেন অনিল। সরাসরি নাম করেই বিরাটকে স্বেচ্ছাচারী বলেই তোপ দেগেছেন এই প্রাক্তন ক্রিকেটার।



(অনিল কুম্বলের সঙ্গে বিরাট কোহলি)


 বিষেণ সিং বেদি কোনও রাখঢাক না করেই বিরাটের একনায়ক মনোভাবের সমালোচনা করে বলেছেন, “ও (বিরাট কোহলি) যা চাইছে তাই করছে এবং তা আমরা করতে দিচ্ছি”।



(প্রাক্তন ক্রিকেটার বিষেণ সিং বেদির সঙ্গে বিরাট কোহলি)


এখানেই শেষ নয়, এই ভারতীয় দলের কোহলি নির্ভরতাকেও সমালোচনা করেছেন বিষেণ সিং বেদি।  তাঁর মতে কোনও দলেরই একজনের ওপর নির্ভরশীল হওয়া কাম্য নয়। তাঁর মতে, “আমেদের দল বিরাট নির্ভর, এতে ব্যাটসম্যান হিসেবেও যেমন ওর উপর চাপ বাড়ছে, তেমনই অধিনায়ক হিসেবেও অত্যাধিক চাপ নিতে হচ্ছে বিরাটকেই”।


উল্লেখ্য, ২০১৭-তে চ্যাম্পিয়ন্স ট্রফির পরপরই ভারতীয় দলের কোচ পদ থেকে ইস্তফা দিয়েছিলন অনিল কুম্বলে। দায়িত্ব ছেড়ে যাওয়ার সময় তিনি স্রেফ বলেছিলেন, ‘তাঁর ও বিরাটের সম্পর্ক একেবারেই অচল’। এরপর নদী দিয়ে বয়েছে অনেক জল। পরবর্তীতে একাধিক পছন্দের মধ্যেই সৌরভ-সচিন ও লক্ষ্মণের কমিটি অব অ্যাডমিনিস্ট্রেশন বিরাটের পছন্দ অনুযায়ী রবি শাস্ত্রীকে কোচ পদের জন্য বেছে নিতে বাধ্য হয়। এরপর ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত রবি শাস্ত্রীর সঙ্গে চুক্তি করে বিসিসিআই। সেই মতো বিরাট কোহলি-রবি শাস্ত্রী জুটিই ভারতীয় দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে।