ওয়েব ডেস্ক: জঙ্গিহানার আশঙ্কা উপেক্ষা করে বর্ণাঢ্য উদ্বোধনের পরই কলঙ্কের দাগ লাগল রিও অলিম্পিকে। প্রথম দিনই বিস্ফোরণ। খবর সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে। এই বিস্ফোরণে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ভারতীয়রা সকলেই নিরাপদে আছেন বলে দাবি করেছেন ব্রাজিলে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত সুনীল লাল। তাঁর সঙ্গে কথা বলেছেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। টুইটে একথা জানিয়েছেন সুষমা।


স্থানীয় পুলিস সূত্রে জানানো হয়, সাইক্লিং ট্র্যাকের ফিনিশিং লাইনে পরিত্যক্ত ব্যাগ ঘিরে উত্তেজনা ছড়ায়। অলিম্পিক শুরুর আগেই গোটা ব্রাজিল জুড়ে ছড়ায় আইএস-আতঙ্ক। ঠিক এক সপ্তাহ আগে রিও থেকে আইএস জঙ্গি সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিস। এদিনের ঘটনার পর অলিম্পিকে জঙ্গি নাশকতা নিয়ে রীতিমতো চিন্তায় রিও প্রশাসন।