নিজস্ব প্রতিবেদন: অবশেষে স্বস্তি মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) শিবিরে। চলতি আইপিএলে (IPL 2022) টানা আট ম্যাচ হারার পর অবশেষে জয়ের মুখ দেখেছে ক্রোড়পতি লিগের সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজি। গত শনিবার আইপিএলের 'সেকেন্ড বয়' রাজস্থান রয়্যালসকে ( Rajasthan Royals, RR) ৫ উইকেটে হারিয়ে রোহিত শর্মা অ্যান্ড কোং খাতা খুলেছে। মুম্বই ইন্ডিয়ান্সের ড্রেসিংরুমে সেলিব্রেশেনের সময় উঠে এসেছে একজনের নাম। তিনি কুমার কার্তিকেয়া (Kumar Kartikeya)। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মুম্বইয়ের জার্সিতে অভিষেক করেই ছাপ রেখেছেন কুমার। ৪ ওভার বল করে উত্তরপ্রদেশের স্পিনার দিয়েছেন ১৯ রান। তুলে নেন রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসনের (Sanju Samson) উইকেট। দলের মালকিন নীতা আম্বানি (Nita Ambani) ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন কুমারকে। নীতা বলেন, "আপনি খুব ভাল খেলেছেন। এভাবেই তুমি এগিয়ে যাও।" কুমারের বোলিংয়ের জন্যই রাজস্থানকে ২০ ওভারে ১৫৮ রানে বেঁধে রাখতে পেরেছিল মুম্বই।



গত সপ্তাহে কুমারকে মুম্বই দলে নিয়েছিল। চোট পাওয়া মহম্মদ আরশাদ খানের জায়গায় আসেন ২৪ বছরের স্পিনার। উত্তরপ্রদেশের হয়ে কুমার ৯টি প্রথম শ্রেণির ম্য়াচ, ১৯টি লিস্ট এ ম্যাচ ও আটটি টি-২০ ম্য়াচ খেলেছেন। ৩৫, ১৮ ও ৯টি করে উইকেট নেন যথাক্রমে। মুম্বইয়ের নেট বোলিং দলের সদস্য ছিলেন কুমার।


আরও পড়ুন: Rajasthan Royals এখন বিশ্বমানের ব্র্যান্ড, NBA-NFL জুড়ল IPL-এর সঙ্গে!


আরও পড়ুন: Mohammad Sami: '১৬২, ১৬৪ কিমি গতিতেও বল করেছি!' চাঞ্চল্যকর দাবি মহম্মদ সামির


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)