ওয়েব ডেস্ক মুম্বইতে আইপিএলের ফাইনাল অনিশ্চিত হয়ে পড়ল। বোম্বে হাইকোর্ট জানিয়ে দিল তিরিশে এপ্রিলের পর আর কোনও আইপিএলের ম্যাচ করা যাবে না মহারাষ্ট্রে। লাট্টুরে খরা পরিস্থিতির জন্য মহারাষ্ট্রে আইপিএল ম্যাচ বন্ধের দাবিতে একটি জনস্বার্থ মামলা হয়। তাতে অভিযোগ করা হয়েছিল মহারাষ্ট্রে আইপিএলের পিচ তৈরির জন্য বিসিসিআই প্রায় সত্তর লক্ষ লিটার জল নষ্ট করবে। জলসংকট এড়াতে আইপিএল বন্ধের দাবি তুলেছিল মামলাকারী স্বেচ্ছাসেবী সংস্থাটি।


তারই পরিপ্রেক্ষিতে এদিন এই রায় দেয় বোম্বে হাইকোর্ট। এরফলে আইপিএলের সূচি অনুযায়ী ওয়াংখেড়েতে উনত্রিশে মে-র নির্ধারিত ফাইনাল অনিশ্চিত হয়ে পড়ল। এছাড়াও মহারাষ্ট্রে আরও বারোটি ম্যাচ অনিশ্চিত হয়ে পড়ল। এদিকে ওয়াংখেড়েতে ফাইনাল ম্যাচ অনিশ্চিত হয়ে পড়তেই ইডেনে ফাইনাল ম্যাচ নিয়ে আসতে কোমড় বেধে নামল সিএবি।