ওয়েব ডেস্ক: মাঝে আর মাত্র ১টা দিন বাকি আইপিএল শুরু হতে। তার আগেই মহারাষ্ট্রে ম্যাচ হওয়া নিয়ে চিন্তায় ক্রিকেট দুনিয়া। খরার কারণে এ বছর মহারাষ্ট্রে আইপিএলের ম্যাচ অনিশ্চিত। এমনটাই জানিয়েছে বম্বে হাইকোর্ট।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ডিভিশন বেঞ্চের বিচারক ভিএম কানাডে জানিয়েছেন যে, মহারাষ্ট্রে এখন খরা চলছে। এই পরিস্থিতিতে কোনওভাবেই মুম্বইয়ে আইপিএলের ম্যাচ খেলা সম্ভব নয়। কারণ, ম্যাচের সময় পিচে দেওয়ার জন্য ৬০ লক্ষ লিটার জল খরচ হয়। যেখানে মানুষ জল খেতেই পাচ্ছেন না, সেখানে পিচ ভেজানোর জন্য এত পরিমান জল খরচ করা সম্ভব নয়।


বম্বে হাইকোর্ট জানিয়েছে যে, ৯ এপ্রিল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএলের প্রথম ম্যাচ মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে পুণে সুপারজায়েন্টের খেলা রয়েছে। ওই খেলাটি মুম্বইতেই হবে বলে হাইকোর্ট জানিয়েছে। কিন্তু পরের ম্যাচগুলি মুম্বইতে হবে কিনা তা এখনও অনিশ্চিত।