নিজস্ব প্রতিবেদন : দেউলিয়া হয়ে যাওয়ায় সমস্ত ট্রফি বিক্রি করে দিচ্ছেন জার্মান টেনিস তারকা বরিস বেকার। দু বছর আগে দেউলিয়া হয়ে যান তিনি। ব্যাঙ্কের ঋণ শোধ করতে নিজের সমস্ত ট্রফি নিলামে তুললেন ৫১ বছর বয়সী বেকার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অনলাইনে নিলামে তোলা হয়েছে বরিস বেকারের অর্জিত স্মারক, পদক, ট্রফি থেকে ঘড়ি পর্যন্ত। এমনকী বিভিন্ন মুহূর্তের ছবিও বিক্রি করে দিচ্ছেন তিনি। জার্মান টেনিস তারকার মোট ৮২টি জিনিস নিলামে তোলা হয়েছে।


 



মাত্র ১৭ বছর বয়সে প্রথমবার উইম্বলডন জিতেছিলেন বরিস বেকার। টেনিস কেরিয়ারে মোট ৬টি গ্র্যান্ডস্ল্যাম জিতেছেন বেকার। উইম্বলডন, অস্ট্রেলিয়ান ওপেন কিংবা ইউএস ওপেন জিতলেও কখনও ফরাসি ওপেন জিততে পারেননি কিংবদন্তি এই জার্মান টেনিস তারকা।


আরও পড়ুন - Copa America 2019: মেসিকে বার্থডে গিফট! কাতারকে হারিয়ে কোপার কোয়ার্টারে আর্জেন্টিনা