নিজস্ব প্রতিবেদন : সুপার সানডেতে ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ে ফিরল দুই ম্যাঞ্চেস্টার। লেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়ে জয়ে ফিরল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। অন্যদিকে আগুয়েরোর হ্যাটট্রিকে আর্সেনালকে ৩-১ গোলে হারাল ম্যাঞ্চেস্টার সিটিও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - 'চাহল টিভি' শোতে হাজির করতে ধোনির পিছনে ছুটলেন অ্যাঙ্কর চাহল! দেখুন ভিডিও


ওলে গানার সোল্কজায়ের কোচিংয়ে দুরন্ত ছন্দে এগিয়ে চলা ম্যাঞ্চেস্টার ইউনাইটেড আগের ম্যাচেই বার্নলের কাছে আটকে যায়। সেই ধাক্কা কাটিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিকে হারিয়ে জয়ে ফিরল ম্যান ইউ। রবিবার ফক্সদের মাঠে মার্কাস র‌্যাশফোর্ডের করা একমাত্র গোলে জেতে ইউনাইটেড। সোল্কজায়ের কোচিংয়ে সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে টানা ১০ ম্যাচে অপরাজিত থাকল রেড ডেভিলসরা। ২৫ ম্যাচ খেলে ১৪টিতে জিতে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের পয়েন্ট এখন ৪৮। লিগ টেবিলে এখন তারা পাঁচ নম্বরে।



অন্যদিকে নিউক্যাসল ইউনাইটেডের কাছে হারের ধাক্কা কাটিয়ে ইপিএলে জয়ে ফিরল ম্যাঞ্চেস্টার সিটি। ইত্তিহাদ স্টেডিয়ামে সের্জিও আগুয়েরোর হ্যাটট্রিকে আর্সেনালকে ৩-১ গোলে হারাল পেপ গুয়ার্দিওলার শিষ্যরা। ঘরের মাঠে মাত্র ৪৬ সেকেন্ডেই সিটিকে এগিয়ে নেন আগুয়েরো। শুরু থেকেই একের পর এক আক্রমণে আর্সেনালের রক্ষণকে কাঁপিয়ে দেয় সিটি। তবে ১১ মিনিটে লরাঁ কোসিয়েলনির গোলে সমতায় ফেরে গানাররা। বিরতির আগেই ফের সিটিকে এগিয়ে দেন আগুয়েরো।



প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও শুরু থেকে আর্সেনালের রক্ষণের ওপর চাপ ধরে রাখে ম্যান সিটি। একের পর এক আক্রমণে ৬১ মিনিটে হ্যাটট্রিক করে স্কোরলাইন ৩-১ করে দেন সিটির আর্জেন্তিনিয় স্ট্রাইকার আগুয়েরো। এই নিয়ে ইপিএলে ১০টি হ্যাটট্রিক করে ফেললেন তিনি। ২৫ ম্যাচে ১৯টিতে জিতে ৫৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দু নম্বরে উঠে এল ম্যাঞ্চেস্টার সিটি।