নিজস্ব প্রতিবেদন: ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ে ফিরল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। বোর্নমাউথের বিরুদ্ধে ২-০ গোলে জিতে ঘুরে দাঁড়াল তাঁরা। রবিবার ওয়েস্ট ব্রোমোইচের বিরুদ্ধে অপ্রত্যাশিতভাবে হেরে গেছিল ম্যান ইউ। ফলস্বরূপ রবিবারই সিটির ইপিএল খেতাব জেতা নিশ্চিত হয়ে যায়। তারপর ফুটবলারদের তীব্র সমলোচনা করেন মোরিনহো। বুধবার রাতে অবশ্য অ্যাওয়ে ম্যাচে জ্বলে উঠলেন লুকাকুরা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- রাস্তায় দাঁড়িয়ে চিনাবাদাম বেচতেন, এখন লাখপতি ক্রিকেটার


আগের ম্যাচের দলে সাতটা পরিবর্তন করেছিলেন ম্যান ইউয়ের পর্তুগিজ কোচ। প্রথমার্ধে ম্যান ইউকে এগিয়ে দেন ক্রিশ স্মলিং। দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসাবে মাঠে নেমে রেড ডেভিলদের জয় নিশ্চিত করেন লুকাকু। এই মুহুর্তে লিগ তালিকার পঞ্চম স্থানে থাকা চেলসির থেকে ১৪ পয়েন্টে এগিয়ে ম্যান ইউ। ফলে বলাই যায় মোরিনহোর দলের পরের মরসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলা শুধু সময়ের অপেক্ষা।


আরও পড়ুন- 'বড় ছয়'-এ ৮ রান! ধোনির প্রস্তাবের পাল্টা দিলেন মিচেল ম্যাকক্লেনাঘান