চলো ফুটবল, বল উপহার দিয়ে বার্তা উর্দির
ব্যুরো: এসো ফুটবল খেলি... নামটা শুনে মনে হতে পারে কোনও ফুটবল টুর্নামেন্ট। আসলে তা নয়। রাজ্যের ক্রীড়া দফতর অনূর্ধ-সতেরো বিশ্বকাপে আরও বেশি করে মানুষকে সামিল করতে চায়। সেই উদ্যোগককে সফল করতে উদ্যোগী হয় বিধাননগর কমিশনারেটও। আর সেকারণেই যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে ফুটবল প্রেমীদের বিতরণ করা হল ফুটবল। সামিল করা হয়েছিল স্কুল কলেজের ছাত্রছাত্রীদেরও। ছিল বেশ কিছু ক্লাবও। স্কুল,কলেজ ও ক্লাবগুলির হাতে দুটি করে ফুটবলও তুলে দেওয়া হল। শেষে ফুটবলের জোয়াড় তুলতে হয় একটি পদযাত্রাও। তাতে পায়ে পা মেলালেন ক্রীড়া সচিব সৈয়দ আমেদ বাবা, বিধাননগরের পুলিস কমিশনার জ্ঞানবন্ত সিং প্রমুখ, বিধায়ক সুজিত বসু ও সব্যসাচী দত্ত।