গোল করলেই `টপলেস` হবেন এই সুপার মডেল!
চাই শুধু গোল।
নিজস্ব প্রতিবেদন : বিশ্বকাপ জয়ের দরকার নেই। দরকার নেই ম্যাচ জয়েরও। শুধু গোল করতে হবে। তাহলেই 'টপলেস' হয়ে যাবেন পেরুর সুপার মডেল নিশু কাউটি। তিনি আবার পেরুর গোটা ফুটবল দলের বান্ধবী। নিজের দেশের বিশ্বকাপারদের কাছে নিশুর প্রস্তাব, তাঁকে খোলামেলা দেখতে হলে, প্রতি ম্যাচে গোল করতে হবে।
আরও পড়ুন- স্পেন-পর্তুগাল ম্যাচের উত্তেজনা নিয়ে বিশ্বকাপ অভিযানে ইংল্যান্ড
নিশু বলেছেন, "আমার বিশ্বকাপের দরকার নেই। এমনকী সেমিফাইনালে যাবারও প্রয়োজন নেই। গ্রুপ পর্ব টপকাতেও হবে না। চাই শুধু গোল।" পেরুর যে কেউ গোল করলেই হবে। আর তা হলেই তিনি 'টপলেস' হবেন।
আরও পড়ুন- ফেভারিটের তকমা নিয়েই আজ বিশ্বকাপে নামছে বেলজিয়াম
শনিবার ডেনমার্কের বিরুদ্ধে গ্যালারিতে ছিলেন। তবে 'টপলেস' হওয়ার সুযোগ পাননি নিশু। পেনাল্টি পেয়েও তা থেকে গোল করতে পারেননি কুয়েভা। পেরুও প্রথম ম্যাচে হেরে গেছে। রাশিয়া বিশ্বকাপে আরও দু'টি ম্যাচ পাচ্ছেন তিনি। ফ্রান্স এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গ্রুপের বাকি দু'টি ম্যাচ খেলবে পেরু। এই দুই ম্যাচেও ফুটবলারদের অনুপ্রেরণা দিতে নিশু হাজির থাকবেন গ্যালারিতে।