ওয়েব ডেস্ক: বিশ্বকাপের যোগ্যতাঅর্জনপর্বে ব্রাজিলের দুরন্ত ফর্ম অব্যাহত। প্যারাগুয়েকে তিন-শূন্য গোলে হারিয়ে সেলেকাওদের স্বপ্নের ফর্ম দৌড় থাকল বুধবার সকালেও। টিটে দায়িত্ব নেওয়ার পর বিশ্বকাপের যোগ্যতাঅর্জনপর্বে সব ম্যাচ জিতেছেন নেইমাররা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

টানা ৯ ম্যাচে ৯টা জয়। বিশ্বকাপের যোগ্যতাঅর্জনপর্বে ব্রাজিলের দুরন্ত ফর্ম অব্যাহত। প্যারাগুয়েকে তিন-শূন্য গোলে হারিয়ে সেলেকাওদের স্বপ্নের ফর্ম দৌড় থাকল বুধবার সকালেও। মেসিহীন আর্জেন্টিনার হার দেখে মাঠে নেমেছিল নেইমারের ব্রাজিল। প্যারাগুয়ের বিরুদ্ধে ম্যাচের প্রথমার্ধে ফিলিপে কুটিনহোর গোলে এগিয়ে যায় টিটে ব্রিগেড। বিরতির পর পেনাল্টি মিস করেন নেইমার। তবে তার কিছুক্ষণের মধ্যে সেই নেইমারের গোলেই ফের এগিয়ে যায় ব্রাজিল। ম্যাচের শেষদিকে সাম্বা ব্রিগেডের শেষ গোলটা মার্সেলোর। টিটে দায়িত্ব নেওয়ার পর বিশ্বকাপের যোগ্যতাঅর্জনপর্বে সব ম্যাচ জিতেছেন নেইমাররা। 


অপ্রতিরোধ্য ব্রাজিল। দুরন্ত নেইমার। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে সাম্বা ঝড় অব্যাহত বুধবার সকালেও। প্যারাগুয়েকে তিন-শূন্য গোলে হারিয়ে চার ম্যাচ বাকি থাকতেই রাশিয়া বিশ্বকাপের টিকিট পাকা করে ফেলল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অন্য ম্যাচে উরুগুয়ে হেরে যেতেই নেইমারদের রাশিয়ার খেলা নিশ্চিত হয়ে গেল। গত বছর অগাস্ট মাসে টিটে ব্রাজিলের কোচের দায়িত্ব নেওয়ার সময় খারাপ জায়গায় ছিল পেলের দেশ। সেই সময় ব্রাজিলের বিশ্বকাপ খেলাই অনিশ্চিত ছিল। কোচের হটসিটে বসার পরই টিটে ম্যাজিক। টানা আট ম্যাচ জিতে এখন গ্রুপ শীর্ষে সেলেকাওরা। এক বছর পর বুধবার দেশকে নেতৃত্ব দিতে নেমেছিলেন নেইমার। পেনাল্টি নষ্ট করলেও দেশের জার্সিতে নিজের বাহান্নতম গোলটা করে ফেলেন ফুটবলের ওয়ান্ডার বয়। ম্যাচের প্রথমার্ধে পাউলিনহোর দুরন্ত ব্যাক ফ্লিক থেকে চোখ ধাধানো গোল করে দলকে এগিয়ে দেন ফিলিপে কুটিনহো। দ্বিতীয়ার্ধ জুড়ে সাম্বা ম্যাজিক। প্রথমে নেইমারের পেনাল্টি মিস। তারপরই সোলো রানে প্যারাগুয়ের পাঁচ ফুটবলারকে দাঁড় করিয়ে  দুরন্ত গোল করেন নেইমার। ম্যাচের শেষ লগ্নে ব্রাজিলের শেষ গোলটা মার্সেলোর। পাউলিনহোর দুরন্ত টাচ  থেকে গোল করে  যান এই লেফট ব্যাক। শুধু টানা আট ম্যাচেই জয় নয়। পাউলিনহো, নেইমারদের খেলায় যেন সেই পুরনো সাম্বার টাচটা ফিরছে। এটাই ফুটবলপ্রেমীদের জন্য সবচেয়ে বড় সুখবর।