নিজস্ব প্রতিনিধি : ''প্রতিটা বিশ্বকাপেই আমাদের উপর প্রবল প্রত্যাশার চাপ থাকে। এবারও তেমনই আছে। গত কয়েক মাস ধরে আমরা ধারাবাহিক ভাল ফুটবল খেলছি। টিমগেম খেলছে আমাদের ব্রাজিল। তাই আমরা হয়তো আরও বেশি করে বিপক্ষের নজরে পড়ে যাচ্ছি। চাপও তাই বাড়ছে পাল্লা দিয়ে।'' পওলিনহোর কথাগুলো পাশে দাঁড়িয়ে শুনছিলেন মার্সেলো আর গ্যাব্রিয়েল জেসুস। ঘাড় নাড়িয়ে তাঁরা দুজনেই বারসা তারকার কথায় সায় দিলেন। সত্যিই চাপ রয়েছে দলে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ঘুম কাড়বে সুয়ারেজ-কাভানি জুটি




রবিবার বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। সুইজারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচের আগে একটু অস্বস্তিতে পড়েছিল তিতের দল। জেসুসের এক বন্ধু প্র্যাকটিস সেশনের ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করে দিয়েছিলেন। যার জেরে সুইজারল্যান্ডের বিরুদ্ধে তিতের প্রথম একাদশ কী হতে পারে তা জানাজানি হয়ে যায়। কিন্তু আপাতত ব্রাজিল দলে সেসব নিয়ে হেলদোল নেই। বরং তিতের ছেলেরা অনেক বেশি ভাবছেন প্রথম ম্যাচের পারফরম্যান্স নিয়ে। প্রথম ম্যাচে জয় তাদের মানসিক দিক থেকে অনেকটা এগিয়ে দিতে পারে। মানছেন নেমাররা। আর চাপ কাটানোর জন্য ব্রাজিল ফুটবলাররা নিজেদের মতো ট্রেনিং সেশন বেছে নিচ্ছেন। এই যেমন ম্যাচের দুদিন আগে একটু অন্যরকম প্র্যাকটিস করলেন মার্সেলোরা। নিয়মিত প্র্যাকিটস সেশনের বাইরে ব্রাজিল ফুটবলাররা 'হেড টেনিস' খেললেন। ফিলিপ কুটিনহো, মার্সেলো, জেসুস ও পওলিনহো মিলে করলেন এই অভিনব প্র্যাকটিস। 


আরও পড়ুন- মানুষের খুলির বিশ্বকাপ? প্রতিবাদে ইউক্রেন