নিজস্ব প্রতিবেদন : সোমবার সামারা অ্যারেনায় সাম্বার ঝলক। বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডটাও নিজেদের করে নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। জার্মানিকে টপকে বিশ্বকাপে সর্বোচ্চ গোল এখন সেলেকাওদের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - রাশিয়ায় নানা রঙে নেইমার!


সামারা অ্যারেনায় সোমবার শেষ ষোলোর ম্যাচে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়েছে ব্রাজিল। ম্যাচের ৫১ মিনিটে নেইমার গোল করার সঙ্গে সঙ্গেই বিশ্বকাপে রেকর্ড গড়ে ফেলল ব্রাজিল। বিশ্বকাপের ইতিহাসে ব্রাজিলের এটি ২২৭ তম গোল। ২২৬টি গোল নিয়ে যুগ্মভাবে তালিকার শীর্ষে ছিল ব্রাজিল ও জার্মানি। নেইমারের গোলে জার্মানিকে টপকে গেল ব্রাজিল। ফিরমিনহোর গোলে সংখ্যাটা দাঁড়াল ২২৮। গতবারের চ্যাম্পিয়নরা গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেছে। ফলে রাশিয়ায় নিজেদের রেকর্ডকে আরও উন্নত করার সুযোগ থাকছে ব্রাজিলের।


আরও পড়ুন - দেশে ফিরে একথাই বললেন রোনাল্ডো


গোলের তালিকায় ব্রাজিল ও জার্মানির অনেক পিছনে আছে বাকিরা। তৃতীয় স্থানে থাকা আর্জেন্টিনার মোট গোল ১৩৭টি। ১০০ এর বেশি গোল আছে আর মাত্র দুটি দলের ইতালি (১২৮) এবং ফ্রান্স (১১৩)