নিজস্ব প্রতিনিধি : ব্রাজিল বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল হবে। স্পেনকে হারিয়ে রাশিয়ায় বিশ্বকাপ জিতবে ব্রাজিল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ৭-১ দুঃস্বপ্ন! গোলের জাল ছিঁড়ে 'অদ্ভুত কাণ্ড' করবে ব্রাজিল


না, রাশিয়ায় কাপ-যুদ্ধ শুরুর দিনকয়েক আগে কোনও হেঁয়ালি করা হচ্ছে না। আর এমন একখানা ভবিষ্যদ্বাণী আমরা করছি না। করছে আমেরিকার একটি সমীক্ষা সংস্থা। তবে ব্যাপারটাকে সমীক্ষা বললে ভুল হবে। বলা ভাল অনেক গবেষণা ও পরীক্ষার পরই তারা এমন একটা ভবিষ্যদ্বাণী করার সাহস দেখিয়েছে। আমেরিকার সেই সংস্থাটির নাম গ্রেসনোট। আর তারা রাশিয়া বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটা দলের শক্তি-দুর্বলতা নিয়ে পরীক্ষা চালিয়েছে। এই পরীক্ষার ক্ষেত্রে তারা যে প্রযুক্তি ব্যবহার করেছে তার নাম ইলো সিস্টেম। এই প্রযুক্তিতে সাধারণত দাবা বা ওই জাতীয় খেলার সঙ্গে যুক্ত খেলোয়াড়ের স্কিল টেস্ট হয়। হালফিলে অবশ্য আমেরিকার বেসবল ফুটবল দলগুলোর স্কিল টেস্টের ক্ষেত্রেও এই ইলো সিস্টেম ব্যবহার করা হয়। 


আরও পড়ুন-  শেষ বিশ্বকাপ খেলতে জাতীয় শিবিরে যোগ দিলেন সিআরসেভেন


গ্রেসনোট সংস্থাটির হয়ে এই গবেষণার দায়িত্বে থাকা সাইমন গ্লিভের দাবি, অন্য দলগুলোর থেকে ব্রাজিলের এবার বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ২১ শতাংশ বেশি। প্রতিটা দলের স্কিল হিসাবে তাদের একশোর মধ্যে নম্বর দিয়েছে গ্রসনোট। ব্রাজিল তাতে নম্বর পেয়েছে ৯০। স্পেন ৭৬। জার্মানিকে তারা দিয়েছে ৭৯। আর্জেন্টিনা ৮২। উরুগুয়ে ও কলম্বিয়াকে ৭৭ নম্বর দিয়েছে তারা। জার্মানি বা আর্জেন্টিনার দলগুলো নম্বরের দিক থেকে স্পেনের চেয়ে বেশি পেলেও গ্রেসনোট তাদের ফাইনালিস্ট বলে ধরছে না। তাদের যুক্তি, বিশ্বকাপ জিততে যে এক্স ফ্যাক্টর প্রয়োজন সেটা এবারের স্পেন দলে অনেক বেশি রয়েছে।