যুবভারতীতে সাম্বা ম্যাজিক, বেলো হরিজেন্টের বদলা কলকাতায়, শিল্পর কাছে শক্তির হার
নিজস্ব প্রতিবেদন : যুবভারতীতে সাম্বা ম্যাজিক। হারতে থাকা ম্যাচও দাপটে জয়। বড়দের সাত গোলের বদলা হয়তো সাত দিয়েই নিতে পারল না ছোটরা। কিন্তু, যে বদলাটা নিল ব্রাজিলের অনূর্ধ্ব ১৭ দল, সেটার জন্য গর্ব করতে পারেন সে দেশের সিনিয়র দলের ফুটবলার থেকে কোটি কোটি ফুটবল সমর্থক। কলকাতা আজ যেন রিওর মেজাজে। এমনিতেই এ শহরে ব্রাজিল এবং জার্মানি দুই দলেরই অনেক সমর্থক। কিন্তু, জার্মানির থেকে যত বেশি সংখ্যক মানুষ এই রাজ্যে বাস করেন, তেমনই এদিন যুবভারতীও ছিল বাঙালি ব্রাজিল সমর্থকদের দখলে। আর সেই ব্রাজিলীয় সমর্থকদের হতাশ তো করলোই না বরং, বুকভরা আনন্দ দিল ছোটদের ব্রাজিল দল। শক্তিকে পরাস্ত করল শিল্প দিয়ে। এগিয়ে থাকা জার্মানিকে হারিয়ে দিল ২-১ গোলের ব্যবধানে।
আরও পড়ুন বোল্ট-সাউদি জুটির বোলিং আর ল্যাথাম-টেলর জুটিং ব্যাটিংয়ে ভর করে জিতল কিউয়িরা
রবিবার ম্যাচের ২১ মিনিটেই গোল করে এগিয়ে গিয়েছিল জার্মানি। পেনাল্টি থেকে গোল করেছিল আর্প। প্রথমার্ধে জার্মানি এগিয়ে ছিল ১-০ ব্যবধানে। কিন্তু দ্বিতীয়ার্ধে ৭ মিনিটের একটা ঝড় তোলে ব্রাজিল। আর সেই ঝড়েই তছনছ জার্মানদের শক্তিশালী ফুটবল। ৭১ মিনিটে ব্রাজিলের হয়ে গোল করে ওয়েভারসন এবং ৭৭ মিনিটে ব্রাজিলের হয়ে জয়সূচক গোলটি করে পাওলিনহো। সেমিফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ ইংল্যান্ড।
আরও পড়ুন ইরানকে হারিয়ে সেমিফাইনালে মালির মুখোমুখি স্পেন