জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাঠে ফুটবল পায়ে তাঁদের অসাধারণ স্কিল! ব্রাজিলিয়ান ফুটবলাররা যেন একেকজন সবুজ গালিচার শিল্পী। কিন্তু মাঠের বাইরেও তাঁদের স্কিল বিশ্ববন্দিত। নারীসঙ্গ ও নেশার ফাঁদে পা দিয়ে তাঁরা জীবনে ডেকে আনেন অন্ধকার। এই তালিকায় এবার নাম লিখিয়েছেন আরেক তরুণ ব্রাজিলিয়ান অ্যান্টনি (Antony)। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের উইঙ্গার এবার নারীঘটিত অপরাধে জড়িয়েছেন বলেই অভিযোগ। প্রাক্তন প্রেমিকাকে চরম নির্যাতনের অভিযোগে, অ্যান্টনি বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচের দল থেকে বাদ পড়েছেন! তাঁর বদলে ডাক পেয়েছেন চোট সারিয়ে ফেরা আর্সেনাল (Arsenal F.C) তারকা গ্যাব্রিয়েল জিসাস (Gabriel Jesus)। অ্যান্টনি বিরুদ্ধে অভিযোগ এনেছেন তাঁর প্রাক্তন প্রেমিকা গ্যাব্রিয়েলা ক্যাভালিন (Gabriela Cavallin)। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: R Praggnanandhaa: স্বপ্ন বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার, মা ঘোরেন ইনডাকশন নিয়ে, শহরে অচেনা 'জায়ান্ট কিলার'


অ্যান্টনি নাকি গ্যাব্রিয়েলাকে হত্যার চেষ্টা করেন বলেও অভিযোগ করেছেন। একাধিকবার নাকি তাঁকে আঘাতও করেছেন ম্যান ইউ তারকা। ব্রাজিলের মিডিয়ার খবর অনুযায়ী, গ্যাব্রিয়েলার সঙ্গে ২০২১ সালে সম্পর্ক হয় অ্যান্টনি। গ্যাব্রিয়েলার গর্ভে ফুটবলারের সন্তানও এসেছে। ২০২২ সালের ১ জুন প্রথম গ্যাব্রিয়েলাকে আঘাত করেন গ্যাব্রিয়েলাকে। ওই সময় তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। গর্ভাবস্থাতেও গ্যাব্রিয়েলার উপর চড়াও হয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা। তবে অ্যান্টনি দাবি করেছেন, তাঁর প্রাক্তন বান্ধবী বেশ কয়েকবার নাকি বিবৃতিও বদলেছেন। তিনি আরও জানিয়েছেন, দু'জনেই একাধিকবার গরমাগরম বাকবিতণ্ডায় জড়িয়েছেন। তবে শারীরিক ভাবে অ্যান্টনি কোনও অত্যাচার করেননি।


অ্যান্টনি তাঁর বিরুদ্ধে আনা অভিযোগকে মিথ্যা বলেই দাবি করছেন। যদিও তাঁর ও গ্যাব্রিয়েলার হোয়াটসঅ্যাপ চ্যাট চলে এসেছে প্রকাশ্যে। পুলিসও খতিয়ে দেখছে বিষয়টি। ব্রাজিলের ফুটবল ফেডারেশন যদিও বেশ গুরুত্ব দিয়েই দেখছে বিষয়টি। আগামী ৯ ও ১৪ সেপ্টেম্বর বলিভিয়া ও পেরুর বিরুদ্ধে বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ খেলবে ব্রাজিল। সেই স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে অ্যান্টনিকে। ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, 'যে ঘটনা প্রকাশ্যে এসেছে যেহেতু তা বিচারাধীন, তাই ব্রাজিলিয়ান জাতীয় দলের স্বার্থেই ফেডারেশন অভিযুক্ত ফুটবলারকে স্কোয়াডে রাখেনি।'



আরও পড়ুন: Mohun Bagan Super Giant : ১০ জনে খেলেও ডুরান্ড ছিনিয়ে নিল সবুজ-মেরুন! দিমিত্রি নিভিয়ে দিলেন লাল-হলুদ মশাল


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)