নিজস্ব প্রতিবেদন : কোপা আমেরিকার আগে বড় ধাক্কা ব্রাজিলিয় শিবিরে। গোড়ালিতে চোট পেয়ে দেশের মাটিতে আয়োজিত লাতিন আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের আসর থেকে ছিটকে গেলেন নেমার জুনিয়র।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING



বৃহস্পতিবার কাতালের বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচে গোড়ালিতে চোট পান পিএসজি তারকা নেমার। ম্যাচের ১৭ মিনিটে গোড়ালি ঘুরে যায় তাঁর। সঙ্গে সঙ্গে কান্নায় ভেঙে পড়েন পিএসজি তারকা। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল চোট গুরুতর নয়। কিন্তু পরীক্ষা নিরীক্ষার পর দেখা যায় নেমারের লিগামেন্ট টিয়ার হয়েছে। ফলে কোপা আমেরিকাতেই আর মাঠে নামা হবে না তাঁর।


আরও পড়ুন - স্প্যানিশ কোচের হাত ধরে এবার বাগানে এল স্প্যানিশ ডিফেন্ডার


চলতি মরশুমটা একেবারেই ভালো যায়নি তারকা ফুটবলারের। তিন মাস পায়ের চোটের জন্যই মাঠের বাইরে থাকতে হয়েছিল তাঁকে। কোপা আমেরিকার প্রস্তুতি শিবিরেও পায়ে চোট পেয়েছিলেন। তারপর জাতীয় দলের অধিনায়কত্ব হারিয়েছেন তিনি। গত সপ্তাহেই ধর্ষণের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এবার চোট পেয়ে কোপা আমেরিকা থেকেই ছিটকে গেলেন পিএসজি-র ব্রাজিলিয় তারকা।