জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সময় এলেবারেই ভাল যাচ্ছে না। গত মরসুমের পর এই মরসুমের শুরুটাও ভাল হল না। জোড়া হারের ধাক্কা হজম করল 'রেড ডেভিলস'-রা। একেবারে ল্যাজেগোবরে হতে হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের! খাতায়-কলমে অনেকটা দুর্বল ব্রেন্টফোর্ডের কাছে ০-৪ গোলে উড়ে গেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। তাও আবার ৮৫ বছর পর ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে এমন লজ্জার হার হজম করল 'ম্যান ইউ'। ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা দলের এমন খারাপ পারফরম্যান্স মেনে নিতে পারছেন না একাধিক ফুটবল বিশেষজ্ঞ। তাঁদের মতে, 'ব্রেন্টফোর্ড নাকি ম্যান ইউ-এর গালে সজোরে চড় মেরেছে।' 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ইতিহাসে ৮৫ বছর আগেকার দুঃস্বপ্ন ফিরিয়ে আনল ব্রেন্টফোর্ড। তারা বরং নজির গড়ে জয় ছিনিয়ে নিল। মাত্র ২৫ মিনিটেই এ দিন ব্রেন্টফোর্ড ৪-০ গোলে এগিয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত ওই ব্যবধানেই তারা ম্যাচ জেতে। যা তাদের ইতিহাসে সর্বোচ্চ ব্যবধানে জয়ের নজির। গত মরসুমে চেলসির বিরুদ্ধে ৪-১ গোলে জয় এর আগে তাদের ইতিহাসে রেকর্ড ছিল।


ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের গোলরক্ষক ডেভিড ডি' গেয়া অমার্জনীয় ভুল, রক্ষণের দুর্বলতার সুযোগগুলো কাজে লাগিয়ে ইউনাইটেডকে নিয়ে ছেলেখেলা করল ব্রেন্টফোর্ড। প্রতিপক্ষের মাঠে শনিবার প্রিমিয়র লিগের ম্যাচটি ০-৪ গোলে হারল রোনাল্ডোরা। সবগুলো গোলই হয়েছে প্রথমার্ধে। মরসুমের প্রথম দুই ম্যাচেই হারের মুখ দেখল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে। প্রথম ম্যাচে ওল্ড ট্র্যাফোর্ডে ব্রাইটন অ‍্যান্ড হোভ অ‍্যালবিয়নের বিপক্ষে তারা হেরেছিল ২-১ গোলে। 



ম্যান ইউনাইটেডের বিভীষিকাময় এই হারে ফিরল ৮৫ বছর আগের দুঃস্বপ্ন। দুই মরসুম মিলিয়ে লিগে এই নিয়ে টানা ৭টি অ্যাওয়ে ম্যাচ হারল তারা। ৮৫ বছরের বেশি সময় পর লিগে সাত বা তার বেশি ম্যাচে এমন অভিজ্ঞতা হলো ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সমর্থকদের । ১৯৩৬ সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে টানা ১০টি অ্যাওয়ে ম্যাচ হেরেছিল তারা। যা এখনও পর্যন্ত তাদের লজ্জার নজির। ব্রেন্টফোর্ড ১৯৩৭ সালের পর এই প্রথম প্রিমিয়র লিগে ফের ম্যান ইউনাইটেডকে হারাল। ১৯৩৬-৩৭ মরসুমে দু'বারের সাক্ষাতেই জিতেছিল তারা।  


আরও পড়ুন: India@75, Virat Kohli : 'দাদা' ধোনিকে দেখে কোন পদক্ষেপ নিলেন 'ভাই' কোহলি? জেনে নিন


আরও পড়ুন: Sandesh Jhingan : সুনীলের বেঙ্গালুরুতে নাম লিখিয়ে হুঙ্কার দিলেন তারকা ডিফেন্ডার


১০ মিনিটে রোনাল্ডো বলের নিয়ন্ত্রণ হারালে বল পান ব্রেন্টফোর্ডের মাথিয়াস জেনসেন। তাঁর পাস ধরে ডি-বক্সের বাইরে থেকে নেওয়া জস ডি'সিলভার শট বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে বল ধরতে যান ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কিপার। কিন্তু তিনি মিস করেন। ফলে বাজে গোল হজম করে শুরুতেই পিছিয়ে পড়ে ম্যান ইউনাইটেড। ১৮ মিনিটে ফের ভুল করেন ডি' গেয়া। এ বার ম্যাথিয়াস জেনসেনের নীচু শটে বোকা বনে যান তিনি। ২-০ পিছিয়ে পড়ে ম্যান ইউনাইটেড। ৩০ মিনিটে হয় তৃতীয় গোল। যার দায় ম্যান ইউনাইটেডের রক্ষণের। হেড করেন ব্রেন্টফোর্ডের বেন মি।


৩৫ মিনিটে স্কোরলাইন হয় ৪-০। এ বার পাল্টা-আক্রমণে গোল করে আয়োজকরা। বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন ব্রায়ান এমবিউমো। স্কোরলাইন দাঁড়ায় ৪-০। শেষ পর্যন্ত এই স্কোরলাইনেই শেষ হয় খেলা। তৃতীয় দল হিসেবে প্রিমিয়র লিগের ম্যাচে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিপক্ষে প্রথমার্ধে চার গোল করল ব্রেন্টফোর্ড। ২০২০ সালের অক্টোবরে টটেনহ্যাম হটস্পার এবং পরের বছরের অক্টোবরে লিভারপুল এমন কাজ করেছিল।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)