দাদু সেজে বাচ্চাদের সঙ্গে ক্রিকেটে মাতলেন বিঙ্গা
২০১২ সালে ক্রিকেট ছেড়েছেন। বর্তমানে আইপিএলে ধারাভাষ্য করছেন প্রাক্তন অজি পেসার ব্রেট লি। আর সময়-সুযোগ পেলেই ব্যাট হাতে কিংবা বল হাতে নেমে পড়েন মাঠে।
নিজস্ব প্রতিবেদন : একমুখ দাড়ি। প্রবীণের বেশে চলেছেন বিঙ্গা। তারপর পার্কে বাচ্চাদের সঙ্গে মেতে উঠলেন ক্রিকেটে। ব্যাট হাতে ছক্কা হাঁকানোর পর, বল হাতেও সেই পুরোনো ছন্দে। ক্রিকেট মাঠে এমন দাপুটে দাদুকে দেখে তাজ্জব বনে গেল ছেলেগুলো। তারপর কি হল? দেখুন ভিডিও...
২০১২ সালে ক্রিকেট ছেড়েছেন। বর্তমানে আইপিএলে ধারাভাষ্য করছেন প্রাক্তন অজি পেসার ব্রেট লি। আর সময়-সুযোগ পেলেই ব্যাট হাতে কিংবা বল হাতে নেমে পড়েন মাঠে। এদিন করলেন তেমনই। সাধারণ মানুষ যাতে তাঁকে চিনতে না পারে তাই ছদ্মবেশ ধারণ করলেন বিঙ্গা। কিন্তু বেশ কিছুক্ষণ খেলার পর অবশ্য নিজের পরিচয় আর গোপন রাখেননি তিনি। ছদ্মবেশ খুলে আসল পরিচয় জানার পর আনন্দে মেতে উঠল খুদে ক্রিকেটাররা। এমনিতেই ভারতে বিঙ্গার জনপ্রিয়তা বেশ ভাল। তাই ব্রেট লিকে কাছে পেয়ে সবাই তখন ব্যস্ত অটোগ্রাফ নিতে।
আরও পড়ুন- শামির বিরুদ্ধে এবার বয়স ভাঁড়ানোর অভিযোগ তুললেন হাসিন