নিজস্ব প্রতিবেদন: করোনা আতঙ্ক কাটিয়ে ইউরোপে ফিরল ফুটবল। দু'মাসেরও বেশি দিন থমকে থাকার পর একেবারে নতুন মোড়কে শুরু হলো বুন্দেশলিগা। বুন্দেশলিগা প্রত্যাবর্তনের প্রথমদিনই ডার্বি ম্যাচে বাজিমাত করল বরুশিয়া ডর্টমুন্ড। শালকেকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে লিগ শীর্ষে থাকা বায়ার্ন মিউনিখের আরও কাছে চলে গেল বরুশিয়া।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শনিবার সন্ধ্যায় জার্মানিতে ফুটবল লিগের প্রত্যাবর্তন এর দিকে তাকিয়ে ছিল গোটা বিশ্ব। স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে একগুচ্ছ পরিকল্পনা নিয়েছিল লিগ কর্তৃপক্ষ। সেই মতোই বুন্দেশলিগার ডার্বি ম্যাচও হয় ফাঁকা স্টেডিয়ামে। সাধারণভাবে এই ম্যাচ দেখতে মাঠ ভরান প্রায় ৮০ হাজার দর্শক। মাঠে নামা থেকে রিজার্ভ বেঞ্চে বসা সবকিছুতেই ছিল নতুনত্ব।


 




দুটো দল আলাদা আলাদা ভাবে মাঠে প্রবেশ করে। সবার শেষে মাঠে আসেন রেফারি। রিজার্ভ বেঞ্চে বসা ফুটবলারদের মধ্যেও ছিল সামাজিক দূরত্ব। এমনকি গোলের পরেও সামাজিক দূরত্ব মেনে সেলিব্রেশন করেন বরুশিয়া ফুটবলাররা। বিশ্ব ফুটবলের ইতিহাসে সম্ভবত এটাই প্রথম। আধুনিক ফুটবলের হয়ত এটাই ট্রেন্ড হতে চলেছে। শনিবার ডার্বিতে বরুশিয়া জিতেছে. একইসঙ্গে জিতেছে ফুটবলও। এবার একে একে মাঠে ফেরার পালা মেসি-রোনাল্ডোদের।


 


আরও পড়ুন - জুলাইয়ে টিম ইন্ডিয়ার লঙ্কা সফরে রাজি BCCI!