নিজস্ব প্রতিবেদন : মস্কোর মেগা ফাইনালের ভবিষ্যদ্বাণী করে ফেলেছে দুবাইয়ের 'জ্যোতিষি' উট শাহিন। সম্ভাব্য বিশ্বকাপজয়ী হিসেবে শাহিনের ভবিষ্যদ্বাণী প্রথমবার ফাইনালে ওঠা ক্রোয়েশিয়া। এবার রাশিয়ার ভালুক বুয়ান ভবিষ্যদ্বাণী করল বিশ্বকাপ ফাইনালের। জেনে নিন বুয়ানের বাজি কে?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - বিশ্বকাপ জিতবে কে? ভবিষ্যদ্বাণী শাহিনের


রাশিয়ার ক্রাসনয়ার্স্কের রয়েভ রুচেয় চিড়িয়াখানার সার্বিয়ান বাদামি ভালুক বুয়ান বিশ্বকাপ ফাইনাল নিয়ে শনিবারই ভবিষ্যদ্বাণী করে দিয়েছে। ভালুকটির সামনে ফ্রান্স ও ক্রোয়েশিয়া দুই দেশের পতাকা কাঠি দিয়ে খাবারের সঙ্গে আটকে রাখা হয়েছিল। বুয়ান যে খাবারটি খেয়েছে তার সঙ্গে আটকানো ছিল ক্রোয়েশিয়ার পতাকা। উট শাহিনের পর এবার ভালুক বুয়ানের ভবিষ্যদ্বাণী বিশ্বকাপ জিতবে ক্রোয়েশিয়া।



২০ বছর আগে ক্রোয়েশিয়ার স্বপ্নকে চুরমার করেই ফাইনালে পৌঁছে বিশ্বসেরার মুকুট পরেছিল ফ্রান্স। ২০ বছর পর এবার কাপ দখলের লড়াইয়ে সেই ফ্রান্সের সামনে ক্রোয়েশিয়া। আজ লুঝনিকিতে বিশ্বসেরার মুকুট কার মাথায় ওঠে সেটাই দেখার? শাহিন, বুয়ানের ভবিষ্যদ্বাণী মিলবে নাকি তাদের ভুল প্রমান করবে ফরাসিরা। উত্তর আজ রাতে মস্কোয়।


আরও পড়ুন - বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠানে কী থাকছে, কোথায় দেখবেন অনুষ্ঠান