নিজস্ব প্রতিবেদন: সিএবি সচিব স্নেহাশিস গাঙ্গুলি করোনায় আক্রান্ত। আপাতত শহরের এক বেসরকারি হাসপাতালে চিকিত্সকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। কয়েকদিন আগেই স্নেহাশিসের সঙ্গে এক বৈঠকে ছিলেন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া।  তাই হোম কোয়ারেন্টিনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন অভিষেক ডালমিয়াও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


স্নেহাশিস গাঙ্গুলির কোভিড পরীক্ষার ফল পজিটিভ। এই খবরে উদ্বেগ বেড়েছে রাজ্য ক্রিকেট সংস্থায়। CAB সচিবের দ্রুত আরোগ্য কামনা করে অভিষেক ডালমিয়া জানান, "স্বাস্থ্যবিধি মেনে আগামী কয়েকদিনের জন্য আমি হোম কোয়ারেন্টিনে থাকব। লাল বাজারে পুলিস কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে সংস্থার তরফে আমিই উপস্থিত ছিলাম, তবে স্নেহাশিস গাঙ্গুলি ইডেন গার্ডেন্সে পুলিস পর্যবেক্ষণের সময় আমার সঙ্গেই ছিলেন।"



আরও পড়ুন - হোম কোয়ারেন্টিনে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি