নিজস্ব প্রতিবেদন: করোনার জেরে লকডাউন দেশ জুড়ে। মারণ ভাইরাসের মোকাবিলায় মাঠে নেমে পড়েছেন রাজ্যের ক্রীড়াপ্রশাসকরাও।  CAB প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া  বুধবার স্টেট এমার্জেন্সি রিলিফ ফান্ডে ব্যক্তিগতভাবে পাঁচ লক্ষ টাকা তুলে দেওয়ার পাশাপাশি সকলের কাছে আবেদন জানিয়ে বলেন, "একটা কঠিন সময় সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি।  এই সময় দেশের নাগরিক হিসেবে মানুষের পাশে দাঁড়ানোটা আমাদের সবার কর্তব্য।  সবাই নিজেদের মতো করে সাহায্য করুন।  এগিয়ে আসুন... আমরা এখানেই থেমে থাকব না।  আরও অর্থ সাহায্য করব।"


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



সত্যিই থেমে থাকেননি বঙ্গীয় ক্রিকেটের কর্তারা। সিএবি সচিব স্নেহাশিস গাঙ্গুলি, সহ-সভাপতি নরেশ ওঝা এবং যুগ্ম সচিব দেবব্রত দাস প্রত্যেকে স্টেট এমার্জেন্সি রিলিফ ফান্ডে এক লক্ষ টাকা করে তুলে দেন। স্নেহাসিশ গাঙ্গুলি এ প্রসঙ্গে বলেন," কঠিন সময়ে এই মহামারীর বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে। তাই জন্যই আমি এই এক লক্ষ টাকা ব্যক্তিগত ভাবে তুলে দিয়েছি। পাশাপাশি আমার একাডেমি 'টোয়েন্টি টু- ইয়ার্ডস' আরও ৫০ হাজার টাকা তুলে দেবে।" CAB কোষাধক্ষ্য দেবাশিষ গাঙ্গুলির ক্লাব সাউথ সাবারবান আরও এক লক্ষ টাকা তুলে দিয়েছে স্টেট এমার্জেন্সি রিলিফ ফান্ডে।


করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে স্টেট এমার্জেন্সি রিলিফ ফান্ডে বুধবারই ২৫ লক্ষ টাকা আর্থিক অনুদান তুলে দেয় ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (CAB)।


আরও পড়ুুন- করোনা আতঙ্কের মাঝেই বড়সড় সিদ্ধান্ত নিল ICC; পিছোতে পারে টি-২০ বিশ্বকাপ