জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: জয় অধরা। ড্র দিয়েই কলকাতা লিগে যাত্রা শুরু করল ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal)। খিদিরপুরের বিরুদ্ধে কোনও গোল করতে পারল না স্টিভন কনস্ট্যান্টাইনের (Stephen Constantine) দল। চলিত কলকাতা লিগের সুপার সিক্স (Calcutta Football League) পর্বে খিদিরপুরের (Khidirpur FC) বিরুদ্ধে মাঠে নেমেছিল লাল-হলুদের রিজার্ভ বেঞ্চ। সেই দলের দায়িত্বে আবার রয়েছেন বিনো জর্জ (Bino George) । সকালেই ভারতীয় অনূর্ধ্ব-২০ দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলায় বিশ্রাম দেওয়া হয়েছিল প্রথম একাদশের খেলোয়াড়দের। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তবে রিজার্ভ বেঞ্চের দল নিয়ে মাঠে নামলেও প্রথম থেকেই দাপট দেখিয়েছে লাল হলুদ। তাদের মুহুর্মুহু আক্রমণে কার্যত দিশেহারা হয়ে পড়েছিল খিদিরপুরের ডিফেন্স। অন্তত তিনবার গোলের সুযোগ এসেছিল ইমামি ইস্টবেঙ্গলের সামনে। কিন্তু বারবার গোল নষ্ট করেছে লাল হলুদ ফরোয়ার্ডরা। নৈহাটি স্টেডিয়ামে কলকাতা লিগের সুপার সিক্স পর্যায়ের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। বল পজেশনে বেশ খানিকটা এগিয়ে থাকলেও লাভ হয়নি। গোলকিপারকে টপকে যেতে পারেননি ফরোয়ার্ডরা। ৩৬ মিনিটে একটি ফ্রি-কিক পেলেও কাজে লাগাতে পারেনি ইস্টবেঙ্গল। গোল শূণ্য ভাবে ম্যাচের প্রথমার্ধ শেষ হয়।


আরও পড়ুন: Exclusive, Jhulan Goswami : মাথায় ঘুরছে মায়ের আত্মত্যাগ, দীপ্তির পাশে দাঁড়িয়েই ঘরে ফিরছেন 'চাকদহ এক্সপ্রেস'


আরও পড়ুন: Cristiano Ronaldo: নাক ফেটে মাঠে রক্তাক্ত হলেও পর্তুগালের জয়ের নায়ক সি আর সেভেন


দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে মাঠে নামে খিদিরপুর। বেশ কয়েকবার গোলের সুযোগও পায় তারা। কিন্তু শেষ পর্যন্ত তারাও গোল করতে পারেনি। তবে ইস্টবেঙ্গল রক্ষণকে বেশ সমস্যায় ফেলে দেয় তারা। গোল লক্ষ্য করে দশটি শট মারে খিদিরপুর অন্যদিকে, ইস্টবেঙ্গলের গোলমুখী শটের সংখ্যা ১৪। কিন্তু বেশ কয়েকটি নিশ্চিত গোল বাঁচিয়ে দেন খিদিরপুরের গোলকিপার প্রিয়ন্ত সিং। একটা সময় তিনি লাল-হলুদের জার্সি গায়ে চাপিয়ে খেলছেন। 


এ দিকে রবিবারই কলকাতা লিগে খেলতে নেমেছিল মহামেডান স্পোর্টিংও। এরিয়ানের বিরুদ্ধে ম্যাচের প্রথমার্ধেই এক গোলে এগিয়ে যায় ডুরান্ড কাপের সেমিফাইনালিস্টরা। গোল করে দলকে এগিয়ে দেন জোসেফ এম। দ্বিতীয়ার্ধে খেলতে নেমেও ব্যবধান বাড়াতে সফল হয় সাদা-কালো বাহিনী। শেষ পর্যন্ত ৩-০ ফলে ম্যাচ জিতে যায় মহামেডান। 


 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)