জাতীয় দলে ধোনির কামব্যাক করা কঠিন, বললেন কপিল দেব
বোর্ডের সেন্ট্রাল কনট্র্যাক্ট থেকে বাদ পড়েছেন এমএস ধোনি।
নিজস্ব প্রতিবেদন: ২০১৯ সালের বিশ্বকাপের সেমি ফাইনালে নিউ জিল্যান্ডের কাছে হেরে বিদায় নেওয়ার পর থেকে লম্বা ছুটিতেই রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। অনেকে ভেবেছিলেন যে বিশ্বকাপের পরই হয়তো আন্তর্জাতিক ক্রিকেট থেকে সন্ন্যাস নেবেন ধোনি। কিন্তু এখনও অবসর ঘোষণা করেননি তিনি। এদিকে বোর্ডের সেন্ট্রাল কনট্র্যাক্ট থেকে বাদ পড়েছেন এমএস ধোনি। জাতীয় দলে ধোনির ভবিষ্যত্ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে । ধোনি কি আর জাতীয় দলে কামব্যাক করতে পারবেন? বিশ্বকাপজয়ী আর এক ভারত অধিনায়ক কপিল দেব বলছেন, খুবই কঠিন কারণ বহুদিন তিনি ক্রিকেট খেলেননি।
এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে কপিল দেব বলেন, "যদি তুমি অনেকদিন ক্রিকেটের বাইরে থাকো, তাহলে হঠাত্ করে একদিন জাতীয় দলে ফিরে আসবে এটা হতে পারে না। ওর হাতে অবশ্য আইপিএল রয়েছে।আইপিএলে ফর্মটা অবশ্যই একটা ফ্য়াক্টর। জাতীয় দলের জন্য কোনটা ভালো হবে, ধোনিকে নিয়ে সেটাও বিবেচনা করতে হবে নির্বাচকদের দেশের জন্য ধোনি অনেক কিছুই করেছে। যখন তুমি ৬-৭ মাস খেলার মধ্যে নেই তখন তো প্রশ্ন উঠে আসবেই। আর তাই এতো আলোচনা ।"
আরও পড়ুন - এমএস ধোনিকেই ভারতের সর্বকালের সেরা অধিনায়ক বেছে নিলেন রোহিত শর্মা