তিন ওভারে তিন উইকেট, ভুবনেশ্বরের সুইংয়ে কোণঠাসা দক্ষিণ আফ্রিকা
ম্যাচে ফিরতে মহম্মদ সামি, ভুবনেশ্বর কুমারের বোলিং আক্রমণের জবাবে প্রতি-আক্রমণে অধিনায়ক দুপ্লেসিস এবং এবিডিও।
ওয়েব ডেস্ক: কেপটাউনে গ্রিন টপ উইকেট দেখে ভয় পাওয়া তো দূরঅস্ত আনন্দে আত্মহারা ছিল মেন ইন ব্লু। ম্যাচ শুরু হতেই জানা গেল সেই আনন্দের আসল কারণ। সফরকারী দেশের সামনে ৫ ওভারেই তিন উইকেট হারিয়ে কোণঠাসা দুপ্লেসিসরা। সৌজন্যে ভুবনেশ্বর কুমারের মারণ সুইং।
আরও পড়ুন- টসে জিতে ব্যাটে দক্ষিণ আফ্রিকা, ভারতীয় দল নির্বাচনে চমক বিরাটের
কেপটাউনের নিউল্যান্ডে টসে জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন প্রোটিয় অধিনায়ক দুপ্লেসিস। টসে হারলেও আফ্রিকা সফরে বল হাতে শুরুটা ভালই হল ভারতের। ম্যাচের প্রথম ওভারেই ডিন এলগারকে প্যাভিলিয়নে ফেরান ভুবনেশ্বর কুমার। দ্বিতীয় ওভারে ভুবির ইন-সুইংয়ে লেগ বিফোর দ্য উইকেট-এলবিডব্লুই আউট হয়ে ২২ গজ ছাড়েন দক্ষিণ আফ্রিকার আরও এক ওপেনার অ্যাডেন মার্করাম। ভুবনেশ্বর কুমারের তৃতীয় ওভারে ঋদ্ধিমান সাহার হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান দক্ষিণ আফ্রিকার ব্যাটিং-স্তম্ভ হাসিম আমলাও। খেলা শুরুর প্রথম ৫ ওভারে টপ অর্ডার ব্যাটসম্যানরা আউট হয়ে ফিরতেই চাপ পড়ে যায় আয়োজনকারী দেশ। ম্যাচে ফিরতে মহম্মদ সামি, ভুবনেশ্বর কুমারের বোলিং আক্রমণের জবাবে প্রতি-আক্রমণে অধিনায়ক দুপ্লেসিস এবং এবিডিও।